অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: লোকসভা ভোটের পঞ্চম দফা (Loksabha Election 2024 5th Phase Voting) আজ। আর এই দফায় রাজ্যের ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট হচ্ছে। যার মধ্যে রয়েছে হাওড়া সদর। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, বিভিন্ন দিক থেকে গন্ডগোলের খবর আসছে। রাত থেকেই দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী। 


হাওড়ার ভোটের ছবি: ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে। এপ্রসঙ্গে সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, রাত থেকেই গন্ডগোলের খবর আসছে। বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে। হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী বলেন, "উত্তর হাওড়ার কিছু অংশ, বালি, লিলুয়ার কিছু অংশে বাইক বাহিনী দাপিয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। তারা বহু ক্ষেত্রেই ব্যবস্থা নিয়েছেন। মানুষ মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য।''


পঞ্চম দফায় হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। হাওড়া লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা ১ হাজার ৮৯৫। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬০৫টি। এদিন হাওড়া লোকসভার কাসুন্দিয়া মহাকালী বালিকা বিদ্যালয়ে  সিপিএম এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কিত এজেন্টকে বুথে বসাতে গিয়ে তৃণমূল এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। শেষপর্যন্ত এজেন্টকে বুথে বসান সিপিএম প্রার্থী। ঘটনাচক্রে এই বুথেই ভোট দেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 


এদিকে জেলা হাওড়া হলেও ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁর চেয়ারও তুলে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্টকে বসালেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শুরুর আগেই অশান্তি, উত্তপ্ত খানাকুল-আরামবাগ