সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত (Barasat) লোকসভার কদম্বগাছিতে উত্তেজনা।  বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।


আক্রান্ত বিজেপি নেতার মেয়ে: লোকসভা নির্বাচনের শেষ পর্বে বারাসাতে লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯৯১। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০টি। বারাসাত লোকসভার মধ্যে বারাসাত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা, মধ্যমগ্রাম, বিধাননগর ও রাজারহাট-নিউটাউন, এই ৭টি বিধানসভাই তৃণমূলের দখলে। আর সপ্তম দফা ভোট (Loksabha Election 2024 7th Phase Voting) শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা। আক্রান্ত ওই নাবালিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।                            


শুধু বারাসাতই নয়, বিক্ষিপ্ত অশান্তির ছবি রয়েছে রাজ্যের আরও ৮ লোকসভা কেন্দ্রেও। এজেন্ট বসিয়ে দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত চলে যাওয়ার পর উত্তেজনা ছড়াল নিমতার রামপ্রসাদ নগরে ১৪১ নম্বর বুথে। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে ওই বুথে যান শীলভদ্র। তিনি বেরিয়ে যেতেই তাঁর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেধে যায়। উত্তর দমদম পুরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের ২৩১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথে গিয়ে এজেন্ট বসালেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে সিদ্ধান্ত, ফল ঘোষণার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী