সোমনাথ দাস, বালিগঞ্জ: ভোটের দিন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ধুন্ধুমার (Loksabha Election 2024 7th Phase Voting)। সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে বুথে হেনস্থার অভিযোগ। কলকাতা দক্ষিণ সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের এজেন্ট হিসেবে কাজ করছিলেন রোশেনারা। বুথের ভিতর তুমুল উত্তেজনা ছড়ায়।
রোশেনারা মিশ্রকে বুথে হেনস্থার অভিযোগ: বালিগঞ্জের আইস স্কেটিং রিঙে ২১৮ নম্বর বুথ থেকে সূর্যকান্ত মিশ্রর মেয়েকে সিপিএম প্রার্থীর সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা দক্ষিণ লোকসভার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের পোলিং এজেন্ট ছিলেন রোশেনারা মিশ্র। তৃণমূল এজেন্টরা অভিযোগ করেন, মত্ত অবস্থায় বুথে বসে আছেন সিপিএম এজেন্ট।
বিক্ষিপ্ত অশান্তি কলকাতা দক্ষিণে: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট বসার অভিযোগ ওঠে। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম চ্যালেঞ্জ জানাতেই ছুটে পালান ওই ব্যক্তি। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী। এদিনই সরশুনার সোনালি পার্কে আক্রান্ত হলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাগপোতা GSFP স্কুলের ২৬৪ ও ২৬৫ নম্বর বুথে ভোটদানে বাধা, অভিযোগ
পেয়ে সেখানে যেতেই কৌস্তভের ওপর হামলা, মারধর, তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
যাদবপুর নাক ফাটল সিপিএম কর্মীর: শুধুু কলকাতা দক্ষিণই নয়, একাধিক লোকসভা কেন্দ্রে এদিন উত্তেজনা ছড়ায়। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাঙ্গুলিবাগানে নাক ফাটল মহিলা সিপিএম কর্মীর। বাঁচাতে গিয়ে ঘুসি খেয়ে জখম হলেন এক প্রবীণ সিপিএম কর্মী। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির ঘটনা। সিপিএমের অভিযোগ, সকাল থেকে এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। পরে যাদবপুর থানার পুলিশ গেলে আক্রান্ত মহিলা সিপিএম কর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।