কলকাতা: এমনিতে বছরভর রাজনীতির অলিন্দে সেভাবে দেখা যায় না তাঁকে। সিনেমা, রিয়্যালিটি শো, শ্যুটিং নিয়েই ব্যস্ত থাকেন তিনি। কিন্তু নির্বাচন এলেই রাজনীতিতে, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। বিজেপি-র তারকা প্রচাক হিসেবে এবারের লোকসভা নির্বাচনেও বাংলায় আগাগোড়া পাওয়া গিয়েছে তাঁকে। শনিবার শেষ দফায় ভোট দিয়ে আগামী পরিকল্পনার কথা জানালেন মিঠুন। (Mithun Chakraborty)
শনিবার সকালে কলকাতার বেলগাছিয়ার বুথে ভোট দেন মিঠুন। সেখানে তাঁকে ঘিরে উত্তেজনাও ছড়ায়। তৃণমূলের লোকজন মিঠুনকে দেখে 'চোর চোর' স্লোগান তোলেন। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ ওঠে। ভোট দিয়ে বেরনোর সম সেই নিয়ে নিয়ে প্রশ্ন করলে, জানান, নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। তাঁর কথায় ভোটে প্রভাব পড়তে পারে, এমন কোনও কথা তাই বলবেন না তিনি। সন্ধে ৬টার পর যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি বলে মন্তব্য করেন মিঠুন। (Lok Sabha Elections 2024)
শনিবারই শেষ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সেই সঙ্গে তাঁর রাজনৈতিক দায়-দায়িত্বও আপাতত শেষ হল বলে জানিয়েছেন মিঠুন। তাঁর কথায়, "আমাদের নেতৃত্ব কিছু দায়িত্ব দিয়েছিলেন আমাকে, পূরণ করতে বলেছিলেন। বিজেপি-র ক্যাডার হিসেবে... আমি বিজেপি-র ক্যাডার, কোনও নেতা নই। ক্যাডার হিসেবে সেই দায়িত্ব পালন করেছি আমি। কাল থেকে শুধু সিনেমা নিয়ে কথা হবে। পেটটাও তো চালাতে হবে নাকি?"
২০২১ সালে বিজেপি-তে যোগ দেন মিঠুন। বিজেপি-তে যাওয়ার আগে যদিও তৃণমূলে ছিলেন তিনি। তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। এর পর, বিধানসভা নির্বাচনের ঠিক আগে, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন।
সেই থেকে এযাবৎ বিজেপি-র হয়ে বারং বার তৃণমূলকে আক্রমণ করেছেন মিঠুন। তৃণমূলের তরফেও তাঁকে তীব্র কটাক্ষ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে 'গদ্দার' বলে উল্লেখ করেছেন। যদিও তৃণমূলের তারকা সাংসদ দেবের সায় ছিল না এতে। মিঠুনকে কটাক্ষ করায় তাঁর সমর্থন নেই বলে জানান। মিঠুন তাঁর কাছে অভিভাবক বলে মন্তব্য করেন দেব, যার জন্য দলের অন্দরে রোষে পড়তে হয়েছিল তাঁকেও। তবে দেবই নন শুধু, তৃণমূলের বিরোধী শিবিরে থাকলেও, দেবকে নিয়ে যাবৎ ভাল কথাই বলে এসেছেন মিঠুন।