পূর্ব মেদিনীপুর: ময়নার বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশিতে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


ঘটনা কী? 


ভোটের ২ দিন আগে, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারির বাড়ি সহ মেদিনীপুরের ২ বিজেপি নেতার বাড়িতে হানা দিয়েছিল রাজ্য় পুলিশ। এবার ভোটের দিন, তমলুক লোকসভার কেন্দ্রের অন্তর্গত ময়নায়, বিজেপি নেতার বাড়িতে হাজির হল পুলিশ। শনিবার দুপুর ১২ টা নাগাদ ময়নার বিজেপি বিধায়ক, অশোক দিন্দার আপ্ত সহায়ক এবং ময়নায় বিজেপির আহ্বায়ক, গৌতম গুরুর বাড়িতে হানা দেয় পুলিশ। পরিবারের দাবি, সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। বিজেপি নেতা গৌতম গুরুর স্ত্রী সুজাতা গুরু বলেন, "আমরা ভাবছি, রাউন্ড দিতে এসেছে। ওঁরা এসে দরজায় ধাক্কা মারলেন। গৌতম বাবু বাড়িতে আছে? আমি বলি, না তো, বাড়িতে তো নেই উনি।বলে, ঘর খুলুন, আমরা দেখব বাড়িতে। আমি তখন বলেছি সার্চ ওয়ারেন্ট আছে? তখন ওঁরা বললেন না। বলে, জানেন, আপনার স্বামীর নামে কতবড় একটা কেস আছে? আমি বলছি, না তো, জানি না তো। কী কেস? তারপর বলছে, ঘরটা খুলুন না, আমরা দেখে যাচ্ছি একবার করে। তখন আমি বলছি, আমার বাড়িতে কেউ নেই। আমি বাড়ি খুলতে পারব না।''


ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিজেপি নেতার বাড়ির সামনে থেকে চলে যায় পুলিশ। তারও প্রায় দেড় ঘণ্টা পর এলাকা ছাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তমলুকের বিজেপি প্রার্থী বলেন, "গতরাত থেকে আমাদের লোকাল এলাকার নেতা, গুরুত্বপূর্ণ নেতা, কর্মী, সমর্থক তাঁদের যেভাবে এলাকাছাড়া করছে, সেটা একটা সন্ত্রাস। পুলিশি সন্ত্রাস। এই SP-কে আমি চাই, এখান থেকে বদলি করে প্রশান্ত মহাসাগরের কোনও নির্জন দ্বীপে মাছ ধরার চাকরি দিক। মৎস্য় ধরিবেন খাইবেন সুখে। তিনি তৃণমূলের চাকর হয়ে কাজ করছেন, এবং তার যতরকম প্রমাণ আছে, গতকাল রাত থেকে বিশেষ করে, তাতে এই SP-র দিন এখানে সমাপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হাওড়ায় শুরু মাইকিং, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত NDRF