Thyroid Normal Level And Signs: আজ বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। এই নিয়ে সচেতনতা প্রচার করতে উদযাপন করা হয় বিশ্ব থাইরয়েড দিবস। মহিলা ও পুরুষদের শরীরে থাইরয়েডের পরিমাণ আলাদা আলাদা হয়। আবার শিশু ও বয়স্কদের ক্ষেত্রেও আলাদা আলাদা। কোন বয়সে কাদের কতটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাকে, জেনে নেওয়া যাক।


মহিলাদের থাইরয়েড হরমোনের স্বাভাবিক মাত্রা



  • ১৮ - ২৯ বছর বয়সি মহিলাদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৪-২.৩৪ এমইউ প্রতি লিটার।

  • ৩০ - ৪৯ বছর বয়সি মহিলাদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৪-৪.০ এমইউ প্রতি লিটার।

  • ৫০ - ৭৯ বছর বয়সি মহিলাদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৪-৪.৬৮ এমইউ প্রতি লিটার।


পুরুষদের থাইরয়েড হরমোনের স্বাভাবিক মাত্রা



  • ১৮ - ৫০ বছর বয়সি পুরুষদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৫-৪.১ এমইউ প্রতি লিটার।

  • ৫১ - ৭০ বছর বয়সি পুরুষদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৫-৪.৫ এমইউ প্রতি লিটার।

  • ৭১ - ৯০ বছর বয়সি পুরুষদের থাইরয়েড মাত্রা হওয়া উচিত ০.৪-৫.২ এমইউ প্রতি লিটার।


ছোটদের থাইরয়েড হরমোনের স্বাভাবিক মাত্রা



  • ০-৪ দিনের বাচ্চাদের থাইরয়েড হরমোনের মাত্রা ১.৬-২৪.৩ এমইউ প্রতি লিটার।

  • ২-২০ সপ্তাহ বয়সি বাচ্চাদের থাইরয়েড হরমোনের মাত্রা ০.৫৮-২৪.৩ ৫.৫৭ এমইউ প্রতি লিটার।

  • ২০ সপ্তাহ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের থাইরয়েড হরমোনের মাত্রা ০.৫৫-৫.৩১ এমইউ প্রতি লিটার।


কোন কোন লক্ষণ থাইরয়েডের সমস্যা জানান দেয়


থাইরয়েড বেশি থাকলে —



  • ওজন কমে যাওয়া 

  • খিদে বেড়ে যাওয়া

  • মেজাজ হারিয়ে ফেলা

  • ঘুমের সমস্যা

  • ক্লান্ত বোধ করা

  • হাত কাঁপা

  • হার্টের অনিয়মিত স্পন্দন

  • বারবার বাথরুমে যাওয়া

  • গলা ফুলে যাওয়া যাকে গয়টার বলা হয়।

  • প্রচণ্ড উদ্বেগ

  • পেশি দুর্বল হয়ে যাওয়া

  • প্রচণ্ড ঘাম হওয়া

  • গরম সহ্য করতে না পারা


থাইরয়েড কম থাকলে —



  • চুল পাতলা হয়ে যাওয়া

  • ঋতুস্রাব খুব বেশি হওয়া

  • হার্টের স্পন্দন কমে যাওয়া

  • মানসিক অবসাদে ভোগা

  • ক্লান্ত বোধ করা

  • ওজন বেড়ে যাওয়া

  • শীত সহ্য করতে না পারা

  • জয়েন্টে ব্যথা

  • পেশিতে ব্যথা

  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Cyclone Remal: আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।