Loksabha Election 2024 : এবার রাহুলকে নিশানা অগ্নিমিত্রার, 'কেন অধীরের প্রচারে এলেন না বাংলায়?' সেটিং প্রশ্নে সরব

Agnimitra Paul : অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কেন রাহুল গাঁধী একবারও বাংলায় এলেন না ? যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের প্রার্থী ?

Continues below advertisement

বিশ্বজিৎ দাস,  মেদিনীপুর : মেদিনীপুর। নতুন লড়াইয়ের ময়দান। কিন্তু অগ্নিমিত্রা লড়ছেন দাপটে। তিনি বিধায়ক, এবার সাংসদ হওয়ার দৌড়ে। দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। মঙ্গলবার খড়গপুর শহরে ঢাক ঢোল বাজিয়ে রোড শো করলেন অগ্নিমিত্রা।  মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন রোড শো থেকে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে আক্রমণ শানান অগ্নিমিত্রা। তৃতীয় দফা ভোটের দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, গণতন্ত্রকে মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন। 

Continues below advertisement

এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। আজিমগঞ্জের রায়বুধসিং হাইস্কুলের প্রধান শিক্ষিকাই তাঁর স্কুলে প্রিসাইডিং অফিসার হয়েছেন। তিনি ভোট প্রক্রিয়া প্রভাবিত করছেন, অভিযোগ করেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। কমিশনে মৌখিক অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের বুথের ভেতর ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, '  বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। পুলিশ সেন্ট্রাল ফোর্সকে বিভ্রান্ত করে কার্যকর্তাদের ভেতরে ঢুকতে দেয় না। গণতন্ত্রের জন্য অত্যন্ত কালো দিন দুঃখজনক। ' 

এদিন অগ্নিমিত্রা পাল রোড শো থেকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গাঁধীকেও আক্রমণ করেন। অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কেন রাহুল গাঁধী একবারও বাংলায় এলেন না ? যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের প্রার্থী ? বিজেপি প্রার্থী বলেন,' আমরা একবারও দেখতে পেলাম না রাহুল গাঁধীকে এখানে এসে প্রচার করতে। কেন প্রচার করতে এলেন না রাহুল গাঁধী? যেখানে অধীর বাবু আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেসের 'হেড'। সম্পূর্ণভাবে পরিষ্কার যে, রাহুল গাঁধী এলেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেস দিচ্ছেন, এরা সবাই মিলে আছে। আজকে তাঁদের কর্মীদের যদি খুন হতে হয়, মারধর খেতে হয়, আর কিছু বলার নেই। আমি কর্মীদের বলব,  আপনারা ওই দলে থাকবেন না। সিপিএম এবং কংগ্রেসের নেতারা আপনাদের জীবনের কোনও সম্মান দেয় না, প্রাধান্য দেয় না। সেই দলে থাকবেন না, আপনারা বিজেপিতে যোগদান করুন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন : 

'কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে এসএসসি' SSC র কোর্টে বল ঠেলল রাজ্য

Continues below advertisement
Sponsored Links by Taboola