পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালির আয়োজন। আর সেই র্যালিত জুতো পালিশ করলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি প্রার্থী সুভাষ সরকার (Subhas Sarkar)।
র্যালিত জুতো পালিশ: ভোট বড় বালাই। ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনও চুল কাটতে দেখা গিয়েছে। কখনও আবার তাঁকে দেখা গিয়েছে চা, চপ, পাঁপড় ভেজে তা বিক্রি করতে। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুড খোলা গাড়িতে জুতো পালিশ করতে। এদিন বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নিয়ে হুড খোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার।
বাংলাজুড়ে ভোটের উত্তাপ। তাই পয়লা বৈশাখের দিনটাকে জনসংযোগের জন্য বেছে নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মাচানতলা থেকে হুড খোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। হুডখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। তাঁর দাবি নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোটো নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রনয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদি। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন।
কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী। পয়লা বৈশাখের দিন ভাইয়ের সমর্থনে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। বাংলা নববর্ষের প্রথম দিন তারাপীঠে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রচারে নামলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মলচন্দ্র সাহা। এদিন জনসংযোগে নামেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি! এবার অভিযোগ কুলপিতে