পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটের ময়দানে (Loksabha Election 2024) যুযুধান দুই প্রার্থীর দেখা হল ইদের অনুষ্ঠানে। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হল। এই সৌজন্যের ছবি দেখা গেল বাঁকুড়া (Bankura) লোকসভা কেন্দ্রে।
ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়: ভোট ঘিরে হিংসা-হানাহানি। গত কয়েক বছর ধরে এই ছবিই দেখে আসছে বাংলা। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট।তার আগে ইদের সকালে জেলায় জেলায় দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি। বাঁকুড়া শহরে ইদের অনুষ্ঠানে মুখোমুখি হলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। একে অন্যকে জড়িয়েও ধরলেন তাঁরা। সিপিএম প্রার্থী জানিয়েছেন, শিবির আলাদা হলেও সৌজন্যের রাজনীতিই কাম্য। অন্যদিকে, ইন্ডিয়া জোটের উদাহরণ দিয়েছেন তৃণমূল প্রার্থী।
ইদের সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তেই এমন ছবি দেখা যায়। বাঁকুড়া সহ দমদম, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও সৌজন্যের ছবি দেখা গিয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে একই অনুষ্ঠানে যোগ দেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দেখা হতেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন তাঁরা। দিনকয়েক আগেই বর্ধমান শহরে জনসংযোগে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সেই দিলীপ ঘোষই ভাতারে ভোটের প্রচারে যাওয়ার পথে, তৃণমূলের মঞ্চে উঠে পড়েন। ইদ উপলক্ষ্যে তালিতের দিঘির পাড় এলাকায় জলসত্রের আয়োজন করেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকে সৌহার্দ্যের বার্তা দেন বিজেপি প্রার্থী।
পারস্পরিক শুভেচ্ছা বিনিময়: আলমবাজারের জামা মসজিদে মুখোমুখি হয়েছিলেন বরানগর উপনির্বাচনের সিপিএম ও তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানান। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতবারের থেকে বেশি ভোটে জেতাই তাঁর লক্ষ্য। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর জবাব, একসময় বরানগর থেকে জিতেছিলেন জ্যোতি বসু। এবার কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ফের ভোট দেওয়ার পালা। বরানগরের বাসিন্দা হিসেবে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করে নিজেকে কার্যত ভূমিপুত্র বলে দাবি করেছেন সিপিএম প্রার্থী। ভোটের আগে শাসক-বিরোধী দুই প্রার্থীর মুখেই এদিন শোনা গেল এলাকার জল ও রাস্তার সমস্যার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা