কলকাতা: লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বারাসতে প্রার্থী বদল করল বামেরা। প্রবীর ঘোষের জায়গায় বাম প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তারা।
প্রার্থী নিয়ে বড় ঘোষণা বামেদের: বারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়। এর আগে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় প্রবীর ঘোষকে। জয়নগরে আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। ২টি লোকসভার সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনে বামে প্রার্থী ঘোষণা করেছে। বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের সায়ন্তিকা, বিজেপির সজলের বিরুদ্ধে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
এর আগে গত ৫ এপ্রিল বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ডায়মন্ড হারবার থেকে লড়বেন বাম প্রার্থী প্রতিকুর রহমান। যিনি SFI-এর প্রাক্তন রাজ্য সভাপতি। ব্যারাকপুর থেকে সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাটে সিপিএম প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল থেকে লড়ছেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। ওই একইদিনে বারাসত থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষের নাম ঘোষণা করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপির শিক্ষক সেলের যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। শেষমেশ চাপের মুখে পড়ে প্রার্থী বদলাল ফরওয়ার্ড ব্লক। নতুন প্রার্থী করা হলেন সঞ্জীব চট্টোপাধ্যায়।
অন্যদিকে বরানগর উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা। ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। এর আগে ২০১৬ সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে ওই কেন্দ্রে সিপিএম তাঁকে প্রার্থী করলেও জিততে পারেননি সিপিএম নেতা। এবার তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হল।
এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির জ্য়োতির্ময় মাহাতো ও তৃণমূলের শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের নেপাল মাহাতো ও ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। এদিন সিপিএম স্পষ্ট করে দিয়েছে পুরুলিয়া আসনে তারা কংগ্রেসকে সমর্থন করছে, বাম শরিক ফরওয়ার্ড ব্লককে নয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পুরুলিয়ায় আমরা কংগ্রেসকে সমর্থন করব। আপনারা (ফরওয়ার্ড ব্লক) বাম সমর্থিত প্রার্থী বলবেন না। কারণ বামেরা সেখানে কংগ্রেসকে সমর্থন করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik Result HS Result:লোকসভা ভোট আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল?
,