ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : চলছে লোকসভা ভোটের দ্বিতীয় পর্ব (Lok Sabha Election 2024 Second Phase)। এই আবহেই ধাক্কা এল গেরুয়া শিবিরে। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (Debashis Dhar) মনোনয়ন বাতিল করা হল। সূত্রের খবর, নো ডিউ সার্টিফিকেট দিতে পারেননি তিনি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে, দেবাশিসের জায়গায় বীরভূমে বিজেপি প্রার্থী করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে। তিনি বিজেপির রাঢ়বঙ্গের ক্লাস্টার ইনচার্জ।


দেবাশিস ধর জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে নো ডিউস সার্টিফিকেট না মেলায়, তাঁর প্রার্থিপদ বাতিল করা হয়েছে। সরকারি কর্মীর কাছে রাজ্য সরকারের কোনও পাওনা নেই, এই মর্মে নো ডিউস সার্টিফিকেট দেওয়া হয়।


IPS-অফিসারের পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগদানের পরেই মেলে লোকসভা ভোটের টিকিট। বীরভূমের মতো কেন্দ্র জিততে দেবাশিস ধরের ওপর ভরসা রাখে বিজেপি। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরদার জনসংযোগ শুরু করেছিলেন দেবাশিস ধর। 


প্রার্থিপদ পাওয়ার পর মুখ খোলেন একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়েও। প্রাক্তন পুলিশ কর্তা দাবি করেছিলেন, শীতলকুচির ঘটনার জন্য নয়, তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসার জন্য। শীতলকুচির ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। প্রাক্তন পুলিশ কর্তার দাবি, ওই দিন ভোটদানে বাধা দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ভোটারদের নিয়ে বুথের দিকে যাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। তখন তাদের আটকে ধাক্কাধাক্কি করা হয়। সেই সময় শূন্যে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায়, তা নিয়ে গুজব ছড়ায়। এরপর বুথে হামলা চালানো হয়। তা রুখতে ফের গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। আত্মরক্ষার্থেই গুলি চলে বলে প্রাক্তন পুলিশ কর্তার দাবি। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং তাঁর ভূমিকা নিরপেক্ষ ছিল বলেই ভিক্টিমাইজ করা হয়েছিল।


এদিকে বিজেপি দেবাশিস ধরকে প্রার্থী করায় বীরভূমে বিজেপির একাংশের মধ্য়ে ক্ষোভ তৈরি হয়ছিল বলে দাবি ওঠে। যদিও তাঁর প্রচারে কোনও সমস্যা হয়নি। শেষমেশ তাঁর প্রার্থিপদ বাতিল হয়ে গেল। আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।