সোমনাথ দাস, ঘাটাল: লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিন ঘোষণার আগেই প্রচার-যুদ্ধে নেমে পড়ল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এদিন প্রচার শুরু করলেন তিনি। এই প্রচার পর্বে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


পাখির চোখ লোকসভা নির্বাচন: দিনকয়েক আগে বাংলায় প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে রয়েছে ঘাটালও। যেখানে এবার প্রার্থী হয়েছেন হিরণ। তাঁকে সঙ্গে নিয়েই এদিন ঘাটালে মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে ছিলেন বিজেপির নেতা কর্মীরা। মিছিল শেষে পথসভা করার কথাও রয়েছে বিজেপির। 


জোরকদমে ভোটের প্রচার: ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীই এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রীরূপা। মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেওয়ার পর, ঝাঁটা হাতে রাস্তা সাফাই করেন বিজেপি প্রার্থী। ভোট প্রচার শুরু করেছে তৃণমূলও। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সকাল থেকে দেওয়াল লিখন শুরু করলেন শাসকদলের কর্মী, সমর্থকরা। প্রার্থী ঘোষণা না হওয়ায়, নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখল। তৃণমূলকে প্রচারে এগিয়ে থাকার যুদ্ধে নামতে হয় না। ২-৩-৪ নম্বরে টিকে থাকার লড়াই চালাচ্ছে বিরোধীরা। প্রস্তুতি এগিয়ে রাখতেই আগেভাগে দেওয়াল লিখন, দাবি রাজারহাট-নিউটাউনের যুব তৃণমূলের অঞ্চল সভাপতির।


লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সারা দেশে ১৯৫ জন ও বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে দুই জেলায় সভা করেছেন নরেন্দ্র মোদি। ৬ মার্চ বারাসতে তৃতীয় সভাটি করবেন তিনি। ৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রীর। ৫ তারিখ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। বিজেপির মহিলা মোর্চার শক্তিবন্দন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ভাষণ দেশের ৪ হাজার ১০০ জায়গায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। ৯ মার্চ প্রধানমন্ত্রী চতুর্থ সভা করতে পারেন শিলিগুড়িতে। ৯ মার্চ বিকেল ৫ টায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছু সরকারি কাজ রয়েছে প্রধানমন্ত্রীর।সরকারি কাজের পরে সভা করতে পারেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Abhijit Ganguly Update: সব মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি আইনজীবীর