মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: তীব্র দাবদহে পুড়ছে বাংলা। কিন্তু তাতে খামতি নেই ভোটপ্রচারে (Loksabha Election 2024)। কখনও ক্লান্ত বোধ করলে রাস্তাতেই খুঁজে নিচ্ছেন জিরিয়ে নেওয়ার উপায়। প্রচার মাঝেই গাছের তলায় বিশ্রাম তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad)। 


খামতি নেই ভোটপ্রচারে: ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। চাঁদিফাটা গরমে বাইরে থাকাই দায়। তারই মধ্যে দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ক্লান্ত হলে গাছ তলায় দলের কর্মীদের নিয়েই ক্ষণিকের বিশ্রাম নিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে গল্পও করছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এভাবেই চলছে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের লড়াই। শুক্রবার কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে শুরু করেন নির্বাচনী প্রচার। এরপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহিদের মূর্তিতে মালা পরান। শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়েও সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। এলাকার মানুষদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। তারপরেই কাঁকসার বন কাটির তেপান্তরে পৌঁছে যান। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন,"নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছেন। গরমকে উপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে মিছিলে পা মেলাচ্ছেন। তৃণমূলের উন্নয়নকে তুলে ধরছেন।"


গত সপ্তাহে তৃণমূল প্রার্থীর প্রচারে নজিরবিহীন ঘটনা ঘটে। দুর্গাপুরে প্রচারে গিয়ে দলের দুই নেতার কীর্তিতে কার্যত মাথায় হাত কীর্তি আজাদের। প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দুই নেতা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই গ্রামের ঘটনা বলে জানা যায়। গত রবিবার ওই এলাকায় প্রচারে যান বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কে আগে প্রার্থীকে সম্বর্ধনা দেবে, কে তাঁকে গ্রামে ঘোরাবে, তা নিয়ে INTTUC-র দুই নেতা শেখ আজিমউদ্দিন ও আমিনুর রহমানের মধ্যে হাতাহাতি বেধে গিয়েছিল। অস্বস্তি ঢাকতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাফাই দেন। তাঁর বক্তব্য ছিল, 'কর্মীদের অতি উৎসাহেই এই ধরনের ঘটনা ঘটেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Job Seekers: নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় ধুন্ধুমার