ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ফের পথে চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation) ধর্মতলায় বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠনের মিছিল ধর্মতলায় আসতেই ধুন্ধুমার কাণ্ড হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ-সহ ১৬জন গ্রেফতার করা হয়। হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।


ধর্মতলায় বিক্ষোভ: নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। আর যা ঘিরে ঘটল ধুন্ধুমারকাণ্ড। এদিন কলেজ স্কোয়ার থেকে শুরু হয় চাকরিপ্রার্থীদের মিছিল। মিছিলে সামিল হয়েছিল ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের মিছিলে যোগ দেয় সংগ্রামী যৌথ মঞ্চও। মিছিল ধর্মতলায় আসতেই ধুন্ধুমারকাণ্ড ঘটে। টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান চাকরিপ্রার্থীরা। একের পর এক চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে তোলা হয় পুলিশের ভ্যানে। এমনকী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও আটক করা হয়। 


নিয়োগ নিয়ে জট কবে কাটবে সেই উত্তর এখনও অধরা। রোদ, ঝড়, জল উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কেটেছে একের পর এক উৎসবের রাত।  অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। কার্যত ভুলেছেন বাড়ির পথ। কবে হবে নিয়োগ এই প্রশ্ন তুলে এদিন ফের পথে নামেন তাঁরা। কিন্তু ধর্মতলায় মিছিল পৌঁছানোর পর রাস্তা অবরোধ করার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তাতেই ধুন্ধুমার হয় পরিস্থিতি। পুলিশ তাঁদের সরার জন্য অনুরোধ করেন। কিন্তু তা মানতে চাননি আন্দোলনকারীরা। যা নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের। এরপরই একের পর এক চাকরিপ্রার্থীকে তোলা হয় প্রিজন ভ্যানে। চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার সময় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "তৃণমূলের গুন্ডাবাহিনী এরাই ভোট লুট করে। মানুষের অধিকারীকে খর্ব করে। লড়াইটা চলবে।''


নিয়োগের দাবিতে পথে: গতকাল স্কুলের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে হাজরা মোড়ে উত্তেজনা ছড়ায়। যতীন দাস মেট্রো স্টেশনের সামনে জড়ো হয়েছিলেন নবম-দশম, একাদশ-দ্বাদশের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। হাজরা মোড়েই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের পুলিশের গাড়িতে তোলা হয়। কয়েকজনকে আটক করে পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: WBCHSE: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ুক ক্লাস টেনের পড়ুয়ারা, মৌলিক কোর্স চালুর প্রস্তাব সংসদের


Education Loan Information:

Calculate Education Loan EMI