অনির্বাণ বিশ্বাস, ক্যানিং: ক্যানিংয়ে ভোট সন্ত্রাস (Loksabha Election 2024)। গোলাবাড়িতে আক্রান্ত ভোটার, এলাকায় উত্তেজনা। ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।                                                                                   


ঘটনা কী? 


লোকসভা নির্বাচনের সপ্তম দফায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সকাল থেকে। ছাড় পেলেন না নিরীহ ভোটারও। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৮৭৯। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৮৬। যেখানে মোতায়েন রয়েছে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। QRT-র সংখ্যা ১৬৬। আর সেই জয়নগর লোকসভার ক্য়ানিংয়ের (Canning) গোলাবাড়ির মধুখালিতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়া হল। তিন জন ভোটারদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এরপরই বিজেপি ও তৃণমূলের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে মাথা ফাটে চার ভোটারের। লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত হঠায় পুলিশ। এরপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিরোধীরাই গন্ডগোল করেছে। 


 


 



অন্যদিকে, এদিন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলে বিক্ষোভ। ঘটনাটি ঘটে জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের বেণীমাধবপুর FP স্কুলে। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী অভিযোগ করেন, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা EVM, VV-PAT জলে পুকুরে ফেলে দেন। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী। EVM লুঠ বিরোধীদের কাজ, দাবি কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের। ভোটকেন্দ্র থেকে লুঠ নয়, বুথের কাছে সেক্টর অফিসারের গাড়ি থেকে অতিরিক্ত EVM ছিনতাই করে জলে ফেলা হয়। ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানাল কমিশন।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB By Election 2024: বুথে ঢুকতে বাধা তন্ময় ভট্টাচার্যকে, CPM প্রার্থীর সঙ্গে TMC কাউন্সিলরের হাতাহাতি