নয়াদিল্লি : কংগ্রেসের ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদার (Congress Overseas Chairman Sam Pitroda) একটা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেল জাতীয় রাজনীতিতে। কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর-পূর্বের রাজ্যের বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। The Statesman-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা বলেছেন, "পূর্ব প্রান্তের (ভারতের) মানুষদের চিনাদের মতো দেখতে লাগে, পশ্চিমের মানুষদের দেখতে লাগে আরবীদের মতো, উত্তরের মানুষদের সম্ভবত সাদা দেখতে ও দক্ষিণের মানুষদের দেখতে লাগে আফ্রিকানদের মতো।"


বুধবার একটি সভা থেকে স্যাম পিত্রোদার এই মন্তব্য নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "শেহজাদাকে (রাহুল গান্ধীকে বোঝাতে ) জবাব দিতে হবে। চামড়ার রঙের ভিত্তিতে আমাদের দেশের নাগরিকদের আপমান সহ্য করবেন না এই দেশ এবং মোদি।"


কিন্তু কী বলেন কংগ্রেস নেতা ?


The Statesman-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পিত্রোদা ভারতকে বৈচিত্র্যময় দেশ বলেছেন। তিনি বলেন, "আমাদের দেশের প্রতিষ্ঠাতারা (ফাউন্ডিং-ফাদার) ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হিন্দু রাষ্ট্রের জন্য নয়। ধর্মনিরপেক্ষ দেশের জন্য। পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ গঠন করার। তাদের আজ কী অবস্থা দেখুন। আমরা বিশ্বে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। ৭৫ বছর হয়ে গেল আমাদের সুখের একটা পরিবেশে। এখানে সেখানে কিছু লড়াইকে বাদ দিলে, এখানে মানুষ একসঙ্গে বাস করতে পারেন। আমরা দেশটাকে একসঙ্গে রাখতে পারি। ভারতে রয়েছে বৈচিত্র্য। পূর্ব প্রান্তের (ভারতের) মানুষদের চিনাদের মতো দেখতে লাগে, পশ্চিমের মানুষদের দেখতে লাগে আরবীদের মতো, উত্তরের মানুষদের সম্ভবত সাদা দেখতে ও দক্ষিণের মানুষদের দেখতে লাগে আফ্রিকানদের মতো। সেটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই ভাই-বোন।"  


তাঁর এই মন্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে জবাব চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "শেহজাদা আপনাকে জবাব দিতে হবে। চামড়ার রঙের ভিত্তিতে আমাদের দেশের নাগরিককে অপমান সহ্য করবে না এই দেশ। মোদি তো নিশ্চিতভাবে সহ্য করবেন না।"


পিত্রোদার এই মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।


আরও পড়ুন ; 'বর্ণবিদ্বেষ-বিতর্ক', পদ ছাড়লেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।