কোচবিহার :  প্রথম দফায় ৩ লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2023 ) ভোটেই নির্বাচন কমিশনে জমা পড়ল ভুরিভুরি অভিযোগ। প্রথম ৬ ঘণ্টায় ৩৮৩টি অভিযোগ জমা পড়ে কমিশনে।  তারমধ্যে শুধুমাত্র কোচবিহারেই জমা পড়ে ১৭২টি অভিযোগ। কোথাও বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, কোথাও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বুথ সভাপতির। আবার কোথাও পুড়ল কার্যালয়.। সবমিলিয়ে লোকসভার লড়াইয়ের পয়লা পর্যায়ে বাংলায় অশান্তির ভরকেন্দ্র হয়ে উঠল কোচবিহার। 


কোথায় আক্রান্ত বিজেপি 


২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২১-এর বিধানসভা নির্বাচনে একতরফা ভাবে বিজেপি দাপট দেখালেও, শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটে, কোচবিহারের বিভিন্ন জায়গায় হামলার মুখে পড়তে হল তাদেরই নেতা-কর্মীদের।আবার বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করল তৃণমূলের নেতা-কর্মী ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি আঙুল তোলেন কেন্দ্রীয় কমিটির দিকে। ইলেকশন কমিশনের আশ্বাসে এই প্রথম একটা নির্বাচন আমি দেখলাম, নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। বলেন, 'আমার এই বয়সে আমি জীবনে কখনও এই চিত্র দেখিনি। তারপরেও যদি কোনও একটা দলের রাজনৈতিক দলের ব্লক সভাপতির মতো একজন নেতা আক্রান্ত হয়, তাকে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, তার জন্য দায় কার?' 


রাতে বিজেপির বুথ সভাপতি লব সরকার যখন নিজের বুথে যান, সেই সময় রাস্তায় তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় তৃণমূলের লোকজন। হাসপাতালে ভর্তি আছেন বিজেপি নেতা। তাঁকে দেখতে যান কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। আবার বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। সকালে বুথে যাওয়ার পথে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বুথে নিয়ে যায়। 


বিজেপির বুথ সভাপতি শতদল সরকারের বাড়ির সামনে উদ্ধার হয় বোমা। বিজেপি নেতার দাবি, তাঁকে ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল। 


এছাড়াও শীতলকুচিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  হাঁসুয়ার কোপ পড়ে বিজেপি কর্মীর মাথায় ও হাতে। 


কোথায় আক্রান্ত তৃণমূল 


সকাল সকালই অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি এলাকা। আক্রান্ত হন দিনহাটা ১(বি)-র তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দিনহাটা থানায়  যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 


সিতাইয়ের রাজাখরা এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, গুলি চালানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতা অর্জুন মণ্ডলের বিরুদ্ধে।


অন্যান্য অশান্তির ঘটনা 



  • প্রথমদফার ভোটে অশান্তির এপিসেন্টার কোচবিহারে চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতি বেঁধে যায়।

  • গণতন্ত্রের উৎসবে রেহাই পাননি ভোটারেরও! ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটে ভোটারের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন আক্রান্ত।

  • কোচবিহারের রাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর হয়। দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ ওঠে।

  • শুধু অশান্তি নন,  ভোটে কোচবিহারে বোমা-সন্ত্রাসও দেখা যায়। ভেটাগুড়িতে রাস্তায় পড়ে ছিল তাজা বোমা। ফুলবাড়িতে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ। দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনেও বোমা উদ্ধার হয়। 

  • তুফানগঞ্জে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।  সিতাইয়ে বুথের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেঁধে যায়।

  • ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বিজেপির হয়ে ভোট দিতে বলছে সেন্ট্রাল ফোর্স, কোচবিহারে বিক্ষোভ দেখায় শাসকদল। 

  • ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পরেও কেন এত হিংসা? সিইও দফতরের  রিপোর্ট চাইল দিল্লি।

  •  বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ডাবগ্রাম-ফুলবাড়িতে। রাত থেকেই তৃণমূলের বাইক বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি করে তৃণমূল প্রার্থী।

  • মাথাভাঙার একটি বুথে কোনও দলের এজেন্টকেই ঢুকতে দিলেন না প্রিসাইডিং অফিসার। সেক্টর অফিসারের হস্তক্ষেপে বুথে ঢুকলেন এজেন্টরা।

    এভাবেই ভোটের প্রথম দফাতে চলল দিনভর অশান্তি। 

    আরও পড়ুন : 


    গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের মঞ্চে প্রথম দফায় ষোলোশোরও বেশি প্রত্যাশীর ভাগ্য নির্ধারণ সাড়ে ষোলো কোটিরও বেশি মানুষের হাতে