কলকাতা: এরাজ্যের তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ (Loksabha Election 2024)। সকাল ৯ পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫ শতাংশ। আলিপুরদুয়ারে সকাল ৯ পর্যন্ত ভোটদানের হার  ১৬ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোটদানের হার ১৪ শতাংশ। 


ভোটদানের হার: আজ থেকে শুরু লোকসভা ভোটের মহারণ। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোট। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে ৬টা পর্যন্ত। ভোট শুরু হতেই অশান্তির ছবি দিকে দিকে। কোথাও আবার সৌজন্য়ের বার্তাও রয়েছে। এই আবহে ভোট শুরুর প্রথম ২ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে তা প্রকাশ করল নির্বাচন কমিশন। 


কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৫৯।


এদিন সকাল থেকেই অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছে কোচবিহার। এই লোকসভা আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। 

জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২৩-এর উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে ৫টি আসনে, বিজেপি ২টি আসনে এগিয়ে।  আলিপুরদুয়ারেও ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।তৃণমূলের টিকিটে লড়ছেন প্রকাশ চিক বরাইক। RSP-র প্রার্থী মিলি ওঁরাও। একুশের বিধানসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই এগিয়ে বিজেপি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: দিনহাটায় BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের