কলকাতা : মিঠুন চক্রবর্তীর প্রশংসা করায় এবার কুণাল ঘোষের নিশানায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বাংলায় 'আরেকজন বড় গদ্দার' বলে সম্বোধন করেন। কিন্তু ইন্ডাস্ট্রির কারও অজানা নয়, মিঠুনের সঙ্গে দেবের গভীর সম্পর্ক। দেব একবার বলেছিলেন, মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো। এবিপি আনন্দ-র 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানে এই প্রসঙ্গ উঠলে দেব এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে জানান, 'আমার এই শব্দগুলোতেই আপত্তি রয়েছে। দিদির পাশাপাশি, মোদির 'দিদি ও দিদি' ফুটেজটাও দেখানো হোক। এই ইভটিজ়িংটা গোটা দেশ জুড়ে চলছে। আমার এই কথাগুলোতেই আপত্তি রয়েছে। সে দিদি হোক বা দাদা...' সেদিন এখানেই থামেননি দেব। বলেন, ' মিঠুনদার যদি শরীর খারাপ হয় আর কিডনি লাগে, আমি আমার কিডনি মিঠুনদাকে দিয়ে দিতে পারি।' কিন্তু এই সৌজন্যের রাজনীতির তীব্র বিরোধিতা করেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষ বলেন, 'আমি দেখেছি সাংসদ-অভিনেতা-নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো, আরও কিছু মন্তব্য রয়েছে। এবং আরও মন্তব্য যে গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। আর দেব, তিনি অভিনেতা, তাঁদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে, এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার, ব্যক্তিগত সৌজন্য, উদারতা এগুলো দেখানোর রাইট থাকে, তাহলে বাকি যাঁরা রয়েছি, তাঁরা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন। আর তাঁর সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবেন এটা হতে পারে না কখনও। আমি এর তীব্র বিরোধিতা করছি। দেব ভাল ছেলে, কিন্তু ওঁর একার সৌজন্য... এই সৌজন্যের কপিরাইটটা দেবের নেই।'
বৃহস্পতিবার এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে দেব স্পষ্ট করে দেন, শাসক-বিরোধীদের মধ্য়ে রাজনৈতিক মতবিরোধ থাকলেও, ব্য়ক্তিগত সম্পর্ক, সৌজন্য়, এগুলো থাকাটাই কাম্য় । এর প্রতিক্রিয়ায় কুণাল আরও শানিত ভাষায় বলেন, 'বিজেপি নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিপিএমের কোনও কোনও নেতা করছেন, কংগ্রেসের কোনও কোনও নেতা করছেন। আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভাল রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি, যে আমার নেত্রীকে যা বলছে বলুক, আমার দলকে যা বলছে বলুক, আমার নেতাকে যা বলছে বলুক...আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, কাকার মতো, আমি আদিখ্যেতা করে যাব, আর নিজের ইমেজ বিল্ড আপ করব, সৌজন্য...সৌজন্য...সৌজন্য। চৈতন্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়াব, আর নিজের ইমেজ বিল্ড আপ করব, এই পলিটিক্স হতে পারে না।'
ঘাটাল থেকে ২ বারের তৃণমূল সাংসদ দেব। এবার হ্য়াটট্রিকের জন্য় লড়ছেন তিনি। আর তাঁর ব্যক্তিগত মত যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পাশে থাকারই বার্তা দিয়েছেন।