উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ডায়মন্ড হারবার থেকে লড়াই (Loksabha Election 2024) নিয়ে আশাবাদী নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। এই লড়াইয়ের জন্য প্রস্তত বলেও জানিয়েছেন ISF বিধায়ক। শুধু তাই নয় তাঁর হারের ভয় নেই, অভিষেক পরাজিত বলে মন্তব্য নৌশাদের।
ফের হঙ্কার নৌশাদের: গত ২১ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ISF। কিন্তু তাতে ছিল না ডায়মন্ডহারবার কেন্দ্রের নাম। এর আগেও একাধিকবার নৌশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়াই করা নিয়ে ইচ্ছে প্রকাশ করেছেন। এদিন নৌশাদ বলেন, "প্রথম দিন যে আত্মবিশ্বাস ছিল। এখনও তাই আছে। আমি একশো শতাংশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি। শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই আমি ওখানে তাঁবু খাটিয়ে বসে লড়াই করব। বর্তমানে যিনি বিদায়ী সাংসদ রয়েছেন তাঁকে প্রাক্তন করব। দলের ভেতরে রাজ্য কমিটির মধ্যে একাধিক মতামত উঠে এসেছে। দল হারা বিষয় নিয়ে ভাবছে না। রাজনীতির ময়দানে দশটা প্রতিপক্ষ থাকবেন। যে কেউ জিততে পারেন। আমি লড়াইয়ে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন।''
চলতি মাসে ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। ডায়মন্ড হারবার থেকে তাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ। অন্যদিকে, বাম, কংগ্রেসও সংশ্লিষ্ট কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। নৌশাদের গলায় প্রত্যাশার সুর থাকলেও ডায়মন্ড হারবারে তিনিই ISF প্রার্থী হচ্ছেন কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিন নৌশাদ বলেন, "আমি মনে করলেই তো দাঁড়িয়ে যেতে পারি না। তার একটা প্রক্রিয়া আছে। অনুমোদনের ব্যাপার আছে। আর কয়েকদিনের মধ্যে দ্বিতীয় দফার তালিকা বেরোবে। তাতে স্পষ্ট হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। ভয় পাওয়ার কোনও জায়গা নেই। খুব বেশি হলে দুটো জিনিস হতে পারে। এক, জেল হতে পারে। দুই, কেউ মেরে দিতে পারে। জনগণ চাইলে জিতব নাহলে জিতব না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 100 Days Work Scam: কাজ না করেও অ্য়াকাউন্টে টাকা! একশো দিনের কাজে নতুন দুর্নীতির অভিযোগ