মনোজ  বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: একদিকে যখন পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনজুড়ে কুকথার স্রোত, সেখানে সৌজন্যের নজির গড়লে দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বরাবরই তীক্ষ্ণ ভাষায় চাঁচাছোলা আক্রমণ করেন দিলীপ ঘোষ। প্রতিপক্ষকে আক্রমণ করার সময় রেয়াত করেন না কাউকেই। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাঁকে সতর্কও করেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর একটি মন্তব্য নিয়ে। কিন্তু সেই মানুষটিই ছুটে গেলেন এক কংগ্রেস নেতার বাড়ি। মাতৃবিয়োগের দুঃখে পাশে দাড়ালেন বিপক্ষ শিবিরের মানুষটির পাশে। 


সৌজন্যের রাজনীতিই থাকুক এই বাংলায়। এবার এই বার্তাই দিলেন দিলীপ ঘোষ। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির  মাতৃবিয়োগের খবর পেয়েই তাঁকে সমবেদনা জানাতে গেলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপরই কংগ্রেস নেতার বাড়ি পৌঁছে গেলেন  বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।


লোকসভা নির্বাচনের আবহে এই সৌজন্যের রাজনীতি দেখে মুগ্ধ শিল্পাঞ্চল। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর মা রাধারানী চক্রবর্তী গত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। সোমবারই কংগ্রেসের জেলা সভাপতিকে সমবেদনা জানাতে দেবেশ চক্রবর্তীর দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাড়িতে পৌঁছান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।  এরপর বুধবার সকালেই কংগ্রেস নেতার পাশে থাকার বার্তা দিতে তাঁর বাড়িতে পৌঁছে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।


বেশ কিছুক্ষণ তিনি ছিলেন দেবেশ  চক্রবর্তীর বাড়ি। তাঁর  সঙ্গে  কথাও হয় অনেক ক্ষণ। তাঁর পরিবারের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  চা খান। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,"দিলীপ ঘোষ সৌজন্যটাকে ধরে রেখেছে। দেবেশ চক্রবর্তী একজন রাজনৈতিক ব্যক্তি হতে পারেন কিন্তু এলাকার একজন সমাজসেবী। ওঁর মাতৃবিয়োগ হয়েছে খবর পেয়েই বাড়িতে পৌঁছেছি। ওঁর পরিবারের  সঙ্গেও কথা বলেছি। এর আগেও খড়্গপুরের তৃণমূলের চেয়ারম্যানের মাতৃবিয়োগের সময়ও ওঁর বাড়িতে গিয়েছিলাম। এটা হওয়া উচিত। সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কীসের সমাজ।"


দেবেশ চক্রবর্তীও বলেন, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেমন তার বাড়িতে এসেছিলেন ঠিক তেমনই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি তাঁকে ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনিও মায়ের শ্রাদ্ধর দিন আসার আমন্ত্রণ জানিয়েছেন। 


আরও পড়ুন :                                    


শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের