নয়াদিল্লি: ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। প্রথম দফার পর এখনও বাকি ৬ দফা। এর মাঝেই আবহাওয়া দফতরের (IMD) তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিকের থেকে বেশি হবে তাপমাত্রা। কিছু জায়গাতে বইবে তাপপ্রবাহ (Heat wave)। এই পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যাবে? কীভাবেই বা দাবদাহ থেকে ভোটারদের বাঁচিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে গোটা নির্বাচন প্রক্রিয়া? এর উত্তর খুঁজতে সোমবার আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন (ECI)।


মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু এই বৈঠকটি পরিচালনা করেন। এখনও সাত দফার মধ্যে ৬ দফা বাকি রয়েছে লোকসভা নির্বাচনের। এই সময়ে তাপপ্রবাহের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা থেকে কীভাবে রক্ষা করা যাবে ভোটারদের? কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে সুষ্ঠুভাবে পুরো নির্বাচনটি সম্পন্ন করা যাবে? এর উত্তর খুঁজতে বিস্তারিত আলোচনা বৈঠকে হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন: Election 2024:সবুজে ভরা, পরিবেশ বান্ধব এক পোলিং বুথ! আইএএস অফিসারের পোস্ট ঘিরে চাঞ্চল্য


কমিশন কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন ভারতীয় আবহাওয়া দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রক ও পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা।


এপ্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "আবহাওয়া দফতরের তরফে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ঋতু অনুযায়ী পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আমরা মাসিক, সাপ্তাহিক ও প্রতিদিনের পূর্বাভাস দিচ্ছি এবং তাদের তাপপ্রবাহ এবং আর্দ্রতা সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিভিন্ন দফায় যেখানে যেখান ভোটগ্রহণ হবে সেই এলাকাগুলি সম্পর্কেও কমিশনকে তথ্য ও পূর্বাভাস পৌঁছে দিচ্ছি আমরা।"


সোমবার বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কী কী আলোচনা হয়েছে তা সম্পর্কে জানান।


প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ এপ্রিল তাপপ্রবাহের এই মরশুমে কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।