নয়াদিল্লি: ভোট মানে যন্ত্রপাতি, দিস্তা দিস্তা কাগজ, কালি! বুথের মধ্যে একাধিক মানুষ, বাইরে লাইনে দাঁড়িয়ে ভোটার। কম-বেশি এই ছবি চেনা হলেও তামিলনাড়ুতে সবুজে ভরা একটি পোলিং বুথের হদিস দিলেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। অভিনবত্ব এবং পরিবেশ বান্ধব হওয়ার সুবাদে নেটপাড়ায় এর মধ্যেই আলোড়ন তৈরি করে ফেলেছে তামিলনাড়ুর এই বুথ।


বিশদ...
বুথটি তামিলনাড়ুর তিরুপাথুর জেলার। নাম দেওয়া হয়েছে 'গ্রিন পোলিং বুথ।' কেন এই নাম? সেটা একঝলক দেখলেই বোঝা সম্ভব। বুথের বাইরে থেকে ভিতর, সর্বত্র সবুজ গাছগাছালিতে দিয়ে মোড়ানো। তামিলনাড়ু ক্লাইমেট চেঞ্জ মিশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভাবে বুথটি সাজিয়ে তুলেছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। তবে এটি অনন্য নয়। গোটা রাজ্যে এরকম দশটি বুথ সাজানো হয়েছিল। তীব্র গরমে যখন নির্বাচন চলছে তখন একদিকে এই ধরনের বুথ ছায়া দেবে, অন্য দিকে সুন্দর ভাবে সাজিয়েও তোলা যাবে। 






কী ভাবে সাজানো হয়েছিল?
বাঁশপাতা এবং নারকেল দিয়ে এমন ভাবে বুথটি সাজানো হয়েছিল যাতে ভোট দিতে এসে মানুষ তার ছায়ায় জিরোতে পারেন। লক্ষণীয় বিষয়, এক্ষেত্রে এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে সবটাই পরিবেশ বান্ধব থাকে। কোনও দূষণ না ছড়ায়। কলা ও তালপাতা দিয়ে ভোটারদের স্বাগত জানানোর আয়োজনও করা হয়। এটি করার সময় ঐতিহ্যের কথা মাথায় রেখেছিলেন আয়োজকরা। সব থেকে বড় বিষয়, এখানে কোনও ফ্লেক্স ব্যানার ব্যবহার করা হয়নি। কাপড়ের উপর ব্যানারের শব্দগুলি লেখা হয়েছিল। প্লাস্টিক বর্জ্য় কমানো এবং টেঁকসই বিষয়টি ধরে রাখতেই সব ভাবনা। পুরো পোলিং বুথের ভিডিও শেয়ার করেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। তার পর থেকে ইন্টারনেটে সাড়া পড়ে যায়। এই ভাবেও পোলিং বুথ সাজানো সম্ভব? আয়োজকদের বার্তা ছিল একটাই। প্রত্যেকদিনের কাজকর্মে পরিবেশবান্ধব থাকার বার্তা যেন পৌঁছে দেওয়া যেতে পারে। তাঁদের উদ্যোগে বিপুল প্রশংসা করেছেন নেটিজেনরা। 


 


আরও পড়ুন:সব থেকে বেশি GI ট্যাগ কোন রাজ্যে জানেন? কেনই বা