সোমনাথ মিত্র, হুগলি: ভোট (Loksabha Election 2024) দিলে আপনি আমাদের জন্য কী করবেন? সিঙ্গুর (Singur) জমি আন্দোলনের পীঠস্থান বেড়াবেড়িতে প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ।
গ্রামবাসীদের প্রশ্নের মুখে: সিঙ্গুর থেকে টাটারা চলে গেছে ১৬ বছর আগে। কিন্তু ভোটের বাংলায় এখনও প্রাসঙ্গিক সিঙ্গুর। সেই সিঙ্গুরে গিয়েই এদিন ভোটারদের প্রশ্নের মুখে পড়েন সিপিএম প্রার্থী। এদিন সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় প্রচার করেন মনোদীপ ঘোষ। হুড খোলা টোটোতে সিপিআইএমের যুব সংগঠনের সদস্যদের নিয়ে বেড়াবেরি বাজার থেকে প্রচার শুরু করেন প্রার্থী। বেড়াবেড়ি পূর্বপাড়া ,সিংহের ভেড়ি,বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাজেমেলিয়া,জয়মোল্লা সহ একাধিক গ্ৰামে জনসংযোগ করেন প্রার্থী। সেখানেই ভোটাররা প্রশ্ন করেন প্রার্থীকে। মনোদীপ ঘোষ গ্ৰামবাসীদের জানান, "সিঙ্গুরের জমি এখনও পড়ে রয়েছে। সেখানে না হয়েছে শিল্প না হচ্ছে কৃষি। সেই সমস্যার সমাধান করতে হবে সর্বপ্রথম। এখানকার ছেলেমেয়েরা কাজ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে তাঁদের ফেরাতে হবে। সিঙ্গুরের ছেলে সিঙ্গুরে কাজ পাবে। পাশাপাশি স্কুলে নিয়োগ বন্ধ দীর্ঘদিন, এসব নিয়েই আমরা দীর্ঘদিন লড়াই করছি এগুলো করাই আমাদের কাজ।''
কী বললেন মনোদীপ?
মনোদীপের প্রতিপক্ষ দুই তারকা প্রার্থী। বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরও একযোগে বিঁধেছেন সিপিএম প্রার্থী। এদিন মনোদীপ বলেন, "আমরা তো কেউ সিনেমা করতে রাজনীতিতে আসেনি। আমাদের এসব করাই কাজ। আমরা রাজনীতিটাই করি। পাঁচশো বা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের জীবন কখনো চলতে পারে না। চাই কর্মসংস্থান। মনোদীপের কথায়, "সিঙ্গুরের শিল্পতালুকে এখন শিয়াল ডাকে। কালো অন্ধকার। না হয়েছে শিল্প , না হয়েছে কৃষি। প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তার কী ব্যবস্থা হবে? সুতরাং শিল্পের মাধ্যমে কর্মসংস্থান পাশাপাশি স্কুলে নিয়োগ বন্ধ, তার কী হবে? স্কুল ও বন্ধ হয়ে যাচ্ছে।''
এর আগে সিঙ্গুরে টাটাদের ফেরানোর কথা শোনা গিয়েছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কথায়। প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, "একটাই মানুষের ভেতরে ক্ষোভ রয়েছে, যে সিঙ্গুরের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছেন। আসলে উনি সিঙ্গুুরে শিল্প করতে ব্যর্থ। আমরা কথা দিয়েছি, যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি