কলকাতা: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি (ED)। ফেমার পর আর্থিক দুর্নীতি দমন আইনেও মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু কেন্দ্রীয় এজেন্সির। ইডি নতুন ধারায় মামলা রুজু করতেই আরও আক্রমণাত্মক মহুয়া মৈত্র (Mahua Moitra)। এক্স হ্যান্ডলে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী লিখেছেন, 'বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহাড়।'
বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়, ২৮ মার্চ মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করে ইডি। এর আগেও ২ বার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। ১৯ শে ফেব্রুয়ারির পর, ১১ ই মার্চও দিল্লির ED দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দেননি মহুয়া মৈত্র। একইভাবে গত ২৮ মার্চ দিল্লিতে হাজিরা দেননি কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ইডির তলবের দিনে, যথারীতি প্রচার সারেন নিজের লোকসভা কেন্দ্রে। এই আবহে এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডি আরও মামলা দায়ের করেছে। ফেমার পরে পিএমএলএ-র ধারায় মামলা দায়ের করা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মহুয়া মৈত্র।
শুধু তাই নয়, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে মহুয়া তাঁর মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর মা লিখেছেন, "আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখো। ওরা তোমাকে তুলে নিলে আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব।'' স্ক্রিনশট পোস্ট করে মহুয়া লিখেছেন, "বিজেপি প্রতিদিন ইডি বা সিবিআইয়ের মাধ্যমে যে ভালবাসা উজাড় করে দিচ্ছে তার জবাব দিয়েছেন মা। আমার মা আসল বাঘিনী।''
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিস এবং করিমপুরের আনন্দপল্লিতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা। এরপরই, CBI-এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও, এমন একটা দিনে, যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। সেই তলবে হাজিরা এড়ানোর পর সংশ্লিষ্ট মামলা নয়া ধারা যোগ করা নিয়ে মুখ খুললেন মহুয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bowbazar House Collapse: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয়, কাউন্সিলরের বিরুদ্ধে সরব স্থানীয়রা