কলকাতা: ১ জুন শেষ দফায় ভোট যাদবপুরে (Jadavpur)। তার আগে গাঙ্গুলিবাগানে এক সিপিএম কর্মীকে (CPM Worker) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে আক্রান্তের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। দুজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।
ঘটনা কী?
ফের আক্রান্ত সিপিএম: শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত বিরোধী। কলকাতাতেই এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে ছড়াল উত্তেজনা। হাসপাতালে আক্রান্তের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। তৈরি হল নাটকীয় পরিস্থিতি। সোমবার রাতে গাঙ্গুলিবাগানে পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার আনতে যাচ্ছিলেন সিপিএম কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তী। অভিযোগ, সেই সময় তাঁর উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বাধা দিতে গেলে এক মহিলা সিপিএম কর্মীকেও মারধর, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। আক্রান্ত সিপিএম কর্মীকে দেখতে রাতেই হাসপাতালে পৌঁছন যাদপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সময় দুই অভিযুক্ত হাসপাতালে ঢুকে আক্রান্তের ছবি তুলছিলেন বলে অভিযোগ। তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন সিপিএম প্রার্থী। হাসপাতাল থেকেই থানায় ফোন করেন সিপিএম প্রার্থী।এরই মধ্যে হাসপাতালে এক স্থানীয় তৃণমূল নেতা এসে হাজির হন। অভিযোগ, তিনি হাসপাতালে ঢুকে অভিযুক্তকে চড় মারেন। সিপিএম কর্মীকে মারধরে অভিযুক্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।
কী প্রতিক্রিয়া তৃণমূলের?
এবিষয়ে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "গতকালের ঘটনা পুরোপুরি সিপিএম-এর উস্কানির ফলে ঘটেছে। কেউ আমাদের দলনেত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করলে তার একটা প্রতিক্রিয়া হবেই। তবে এটা নিশ্চিত অনভিপ্রেত। পুলিশ গ্রেফতার করেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।''
এর আগে গত সপ্তাহে
যাদবপুর লোকসভার পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে এই ঘটনা ঘটে। অভিযোগ, রাতে বাড়িতে চড়াও হয়ে সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারে তৃণমূলের গুন্ডাবাহিনী। মহিলা সিপিএম সমর্থকের বাড়িতে গিয়ে যাদবপুরের প্রার্থীর নামে দেওয়াল লেখার কৈফিয়ত চাওয়া হয়। রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ১০৯ নম্বর ওয়ার্ডেই শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর প্রচার মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ, মোদির নিশানায় কংগ্রেসও