Amazon Prime Video: আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেল 'পঞ্চায়েত সিজন থ্রি'। এখন এই ওটিটি অ্যাপে স্ট্রিমিং হচ্ছে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। বহু প্রতীক্ষার পর 'পঞ্চায়েত সিজন থ্রি' মুক্তি পেয়েছে। আর এই সিরিজের আগের দুটি সিজনও (Panchayat Season 3) সর্বাধিক স্ট্রিমিং হয়েছে আমাজন প্রাইম ভিডিয়োতে। 'দ্য ভাইরাল ফিভার' প্রোডাকশন হাউজের পক্ষ থেকে ২০২২ সালের মে মাসে অর্থাৎ আজ থেকে বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল 'পঞ্চায়েত'-এর দ্বিতীয় সিজন। ২০২০ সালের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিজন। দেখে নিন এই সিজন থ্রি আপনি কীভাবে বিনামূল্যে দেখতে পারেন।


বিনামূল্যেই দেখতে পাবেন 'পঞ্চায়েত সিজন থ্রি'


আপনি নিশ্চিন্তে আমাজন প্রাইম ভিডিয়োতে (Panchayat Season 3) বিনামূল্যে এই 'পঞ্চায়েত সিজন থ্রি' দেখতে পাবেন। আমাজন প্রাইম সাধারণভাবে নতুন ইউজারদের এক মাসের বিনামূল্যের ট্রায়াল পিরিয়ড অফার করে। এক্ষেত্রে আপনার মোবাইল নম্বরে আগে থেকে আমাজন প্রাইমে যেন লগ ইন করা না থাকে। আপনার একটি সক্রিয় এবং বৈধ ক্রেডিট কার্ড থাকতে হবে।


এক্ষেত্রে অন্য কোনও পেমেন্ট মোড স্বীকৃত হবে না। প্রি-পেইড ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট ইত্যাদি থেকে লিঙ্ক করলে এই অফার পাওয়া যাবে না। কোনও এমন ইমেল আইডি যা দিয়ে আগে আমাজন প্রাইম সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল তাতে আর এই অফার পাওয়া যাবে না। কোনও নিষ্ক্রিয় প্ল্যান থাকলেও অফার গ্রাহ্য হবে না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আইডি আপনি ব্যবহার করছেন তা যে আমাজন প্রাইমে একেবারে নতুন হয়। আর একবার ফ্রি ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেলে আপনাকে ফের টাকা দিয়েই সাবস্ক্রিপশন নিতে হবে।


এছাড়াও দেখে নিতে আপনার টেলিকম অপারেটর বিনামূল্যে এই সিরিজ (Panchayat Season 3) দেখার সুযোগ দিচ্ছে কিনা তা যাচাই করে নিতে হবে। জিও, এয়ারটেল বা অন্য কোনও টেলিকম অপারেটরে এই সিরিজ দিচ্ছে কিনা তাদের নির্দিষ্ট অ্যাপের মধ্যে তা দেখে নিতে হবে। কিছুক্ষেত্রে বেনিফিট বা অফারও দেয় অনেক টেলিকম অপারেটর তা দেখে নেওয়া যায়।


আমাজন প্রাইম ভিডিয়োতে সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাকে তিন রকম অপশন দেওয়া হবে। মাসিক ২৯৯ টাকা, ৩ মাসের জন্য ৫৯৯ টাকা এবং বছরে ১৪৯৯ টাকা দিলে সাবস্ক্রিপশন নেওয়া যাবে আমাজন প্রাইম ভিডিয়োর।


আরও পড়ুন: 'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এগিয়ে গেল ৬ বছর, চরকির হস্তক্ষেপে বদলাবে ভাগ্য?