রঞ্জিত হালদার ও হিন্দোল দে, ভাঙড়: ভোট-পরবর্তী হিংসায় (Loksabha Election 2024) ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar Post-Poll Violence)। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকার ঘটনা।


ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়: তৃণমূলের দাবি, গতকাল রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন তাদের কর্মীরা। অভিযোগ, ISF কর্মীরা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। ২ তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা ISF-এর দাবি, মাঝেরআইট এলাকা তাদের দখলে থাকায় বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল। ISF কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। উত্তর কাশীপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় এক  ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে।         


ভোটপর্বেও অশান্ত ভাঙড়: ভোটের আগের রাতে ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ISF প্রার্থী নুর আলম খানের গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। রানিগাছি এলাকায় ISF-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে রাতে সেখানে যান ISF প্রার্থী। অভিযোগ, বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা গাড়ি নিয়েই ভাঙড় থানায় হাজির হন ISF প্রার্থী। ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ISF এজেন্টকেই পুলিশ আটক করে বলে অভিযোগ। ভোট শুরুর আগেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর চলে বোমাবাজি। উদ্ধার হয় তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ করে জমায়েত হঠায় পুলিশ। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন। ভোটের দিন তৃণমূল-ISF খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে ISF কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ ISF-এর বিরুদ্ধেও ওঠে। ঘটনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ, দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে শুরু পুনর্নির্বাচন