কলকাতা: ফল ঘোষণার আগের দিন আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বারাসাত লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024) কদম্বগাছিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। পাশাপাশি পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুরেও।
কেমন হচ্ছে বারাসাতের ভোট?
বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনে এখনও পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে। শনিবার এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। অ্য়াসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। আজ ওই বুথেই পুনর্নির্বাচন হচ্ছে।
দেরিতে শুরু ভোটগ্রহণ: পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথে আড্ডিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে। ভোট প্রস্তুতিতে দেরি হওয়ায় একঘণ্টা পর সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শনিবার ১ জুন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ জানিয়ে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিজেপি। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার দাবি, বিরোধী ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে পুনর্নির্বাচন হচ্ছে।
আগামীকাল, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। নির্ধারিত হবে রাজ্যে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য। তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম তৈরি করে ব্যালট বক্স রাখা হয়েছে। চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮টি। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয়, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না।
কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী। কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: নদিয়ায় সিপিএমের কাউন্টিং এজেন্টকে মার, কাঠগড়ায় তৃণমূল