কলকাতা: গতবারের লোকসভা নির্বাচন (Lok Sabha Poll 2019 Result) হয়েছিল ২০১৯ সালে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের প্রায় সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম-কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। গত লোকসভা ভোটে কোন কেন্দ্রে কে জয়ী হয়েছিলেন, নিকটতম প্রতিদ্বন্দী কে ছিলেন। ভোটের ফারাক কত ছিল। রইল তার বিস্তারিত। 

লোকসভা নির্বাচন ২০১৯-এ পশ্চিমবঙ্গের সব আসনের ফলাফল কী ছিল:

 লোকসভা কেন্দ্র

জয়ী প্রার্থী

নিকটতম প্রতিদ্বন্দ্বী

ভোটের ফারাক

কোচবিহার

নিশীথ প্রামাণিক (বিজেপি)

পরেশচন্দ্র অধিকারী

৫৪২৩১

আলিপুরদুয়ার

জন বার্লা (বিজেপি)

দশরথ তিরকে

২৪৩৯৮৯

জলপাইগুড়ি

ড. জয়ন্তকুমার রায় (বিজেপি)

বিজয়চন্দ্র বর্মন

১৮৪০০৪

দার্জিলিং

রাজু বিস্তা (বিজেপি)

অমর সিংহ রাই

৪১৩৪৪৩

রায়গঞ্জ

দেবশ্রী চৌধুরী (বিজেপি)

কানাইলাল আগরওয়াল

৬০৫৭৪

বালুরঘাট

ড. সুকান্ত মজুমদার (বিজেপি)

অর্পিতা ঘোষ

৩৩২৯৩

মালদা উত্তর

খগেন মুর্মু (বিজেপি)

মৌসম নুর

৮৪২৮৮

মালদা দক্ষিণ

আবু হাসেম খান চৌধুরী (ডালু)

শ্রীরূপা মিত্র চৌধুরী

৮২২২

জঙ্গিপুর

খলিলুর রহমান (তৃণমূল)

মাফুজা খাতুন

২৪৫৭৮২

বহরমপুর

অধীররঞ্জন চৌধুরী (কংগ্রেস)

অপূর্ব সরকার

৮০৬৯৬

মুর্শিদাবাদ

আবু তাহের খান (তৃণমূল)

আবু হেনা

২২৬৪১৭

কৃষ্ণনগর

মহুয়া মৈত্র (তৃণমূল)

কল্যাণ চৌবে

৬৩২১৮

রানাঘাট

জগন্নাথ সরকার (বিজেপি)

রূপালি বিশ্বাস

২৩৩৪২৮

বনগাঁ

শান্তনু ঠাকুর (বিজেপি)

মমতা ঠাকুর

১১১৫৯৪

ব্যারাকপুর

অর্জুন সিংহ (বিজেপি)

দীনেশ ত্রিবেদী

১৩৬২০

দমদম

সৌগত রায় (তৃণমূল)

শমীক ভট্টাচার্য

৫৩০০২

বারাসত

ড. কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল)

মৃণালকান্তি দেবনাথ

১১০১৬৯

বসিরহাট

নুসরত জাহান (তৃণমূল)

সায়ন্তন বসু

৩৫০৩৬৯

জয়নগর

প্রতিমা মণ্ডল (তৃণমূল)

অশোক কাণ্ডারী

৩১৬৭৭৫

মথুরাপুর

চৌধুরী মোহন জাটুয়া (তৃণমূল)

শ্যামাপ্রসাদ হালদার

২০৩৯৭৪

ডায়মন্ড হারবার

অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

নীলাঞ্জন রায়

৩২০৫৯৪

যাদবপুর

মিমি চক্রবর্তী (তৃণমূল)

অনুপম হাজরা

২৯৫২৩৯

কলকাতা দক্ষিণ

মালা রায় (তৃণমূল)

চন্দ্রকুমার বসু

১৫৫১৯২

কলকাতা উত্তর

সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

রাহুল সিনহা

১২৭০৯৫

হাওড়া

প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

রন্তিদেব সেনগুপ্ত

১০৩৬৯৫

উলুবেড়িয়া

সাজদা আহমেদ (তৃণমূল)

জয় বন্দ্যোপাধ্যায়

২১৫৩৫৯

শ্রীরামপুর

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

দেবজিত সরকার

৯৮৫৩৬

হুগলি

লকেট চট্টোপাধ্যায় (বিজেপি)

রত্না দে নাগ

৭৩৩৬২

আরামবাগ

অপরূপা পোদ্দার (তৃণমূল)

তাপস কুমার রায়

১১৪২

তমলুক

দিব্যেন্দু অধিকারী (তৃণমূল)

সিদ্ধার্থশঙ্কর নস্কর

১৯০১৬৫

কাঁথি

শিশির অধিকারী (তৃণমূল)

ড. দেবাশিস সামন্ত

১১১৬৬৮

ঘাটাল

দীপক অধিকারী (দেব) (তৃণমূল)

ভারতী ঘোষ

১০৭৯৭৩

ঝাড়গ্রাম

কুনার হেমব্রম (বিজেপি)

বীরবাহা সরেন

১১৭৬৭

মেদিনীপুর

দিলীপ ঘোষ (বিজেপি)

মানস ভুঁইঞা

৮৮৯৫২

পুরুলিয়া

জ্যোতির্ময় সিং মাহাতো (বিজেপি)

মৃগাঙ্ক মাহাতো

২০৪৭৩২

বাঁকুড়া

সুভাষ সরকার (বিজেপি)

সুব্রত মুখোপাধ্যায়

১৭৪৩৩৩

বিষ্ণুপুর

সৌমিত্র খাঁ (বিজেপি)

শ্যামল সাঁতরা

৭৮০৪৭

বর্ধমান পূর্ব

সুনীল কুমার মণ্ডল (তৃণমূল)

পরেশচন্দ্র দাস

৮৯৩১১

বর্ধমান দুর্গাপুর

এস এস আহলুওয়ালিয়া (বিজেপি)

মমতাজ সঙ্ঘমিত্রা

২৪৩৯

আসানসোল

বাবুল সুপ্রিয় (বিজেপি)

মুনমুন সেন

১৯৭১৪৩

বোলপুর

অসিতকুমার মাল (তৃণমূল)

রামপ্রসাদ দাস

১০৬৪০২

বীরভূম

শতাব্দী রায় (তৃণমূল)

দুধকুমার মণ্ডল

৮৮৯২৪

ভোটের ফলপ্রকাশের (Parliament Election 2019 Result) পর থেকে বহু দলবদল হয়েছে। যেমন ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জয়ী অর্জুন সিং পরে যোগ দেন তৃণমূলে। আসানসোল থেকে বিজেপির টিকিটে জয়ী বাবুল সুপ্রিয় পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। এখন তিনি বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী। আর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতেছেন শত্রুঘ্ন সিনহা। বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীলকুমার মণ্ডল। তারপর আবার তৃণমূলে ফেরেন তিনি। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হওয়ার পরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।

তথ্য: ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?