কলকাতা: সপ্তম দফার ভোটের আগে, মঙ্গলবার ফের কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। উত্তর কলকাতায় রোড শো-সহ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে, সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা পুলিশ। এক্স পোস্টে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, পাঁচ দফা ভোটের পর, জনগণের মন বুঝে মুখ্যমন্ত্রী ভীত। মরিয়া চেষ্টা করছেন নরেন্দ্র মোদির রোড-শো বন্ধ করতে। তার জন্য, কলকাতায় ১৪৪ ধারা জারি করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জেনে রাখুক, কোনও অশুভ কৌশল বিজেপিকে থামাতে পারবে না।'' পাল্টা, ১৪৪ ধারা জারির পুরনো একটি নির্দেশের কপি পোস্ট করে, কলকাতা পুলিশের বক্তব্য, ''ডালহৌসি এবং ভিক্টোরিয়ার আশপাশে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে। এটা নতুন কিছু নয়। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।'' 


এদিকে, কাল এরাজ্যে ষষ্ঠ দফার ভোট। বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম। সেই আবহেই ভোট হচ্ছে তমলুকে। নন্দীগ্রামে অশান্তি এড়াতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। থাকে অতিরিক্ত কুইক রেসপন্স টিমও। 


বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০ টি। এর মধ্যে ২ হাজার ৬৭৮ টি বুথ স্পর্শকাতর। এই মুহূর্তে রাজ্যে মোট ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এর মধ্যে ৯১৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ষষ্ঠ দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ৮৯২ টি। ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৯ হাজার ৪৬৮। বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। প্রস্তুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ।

তমলুকে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯২৮ এর মধ্যে ৩৭৩ টি বুথ স্পর্শকাতর। বিজেপি কর্মী খুনের পর থেকে থমথমে নন্দীগ্রাম। এই পরিস্থিতিতে ভোটের দিন অখ্য়াত থেকে বিখ্য়াত হয়ে ওঠা এই জনপদের দিকে নজর রয়েছে গোটা দেশের। ১ হাজার ৮৭৬ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৫০১ টি। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার তারকা যুদ্ধ। তৃণমূলের দেবের সঙ্গে লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্য়ায়ের। 


আরও পড়ুন: ভোটের আগের দিন ১৪৪ ধারা, একাই জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় অগ্নিমিত্রা