সুজিত মণ্ডল, তাহেরপুর: নদিয়ার (Nadia) তাহেরপুরে সিপিএমের (CPM) নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আসবাব ও পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গোটা রাজ্যে সিপিএম পরিচালিত একমাত্র পুরসভা তাহেরপুর। আজ সকালে এলাকায় প্রতিবাদ-মিছিল করেন সিপিএম কর্মীরা। তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সিপিএমের নির্বাচনী কার্যালয়ে হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


নির্বাচনী কার্যালয় ভাঙচুর: রাজ্যের একমাত্র সিপিএম পরিচালিত পুরসভা নদিয়ার তাহেরপুর। সেই শহরেই এবার রাতের অন্ধকারে সিপিএমের নির্বাচনী অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কার্যালয়ে থাকা সিপিএমের পতাকা ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলার অভিযোগও উঠেছে। যা নিয়ে রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। নির্বাচনের কাজ করার জন্য পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল সিপিএম। সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, চেয়ার, টেবিল ও অন্যান্য নথিপত্র রাখা ছিল।


কী অভিযোগ সিপিএমের? 


অভিযোগ, শনিবার গভীর রাতে ওই কার্যালয়টি ভাঙচুরের  পর সেখানে থাকা অন্যান্য সামগ্রী ওই ওয়ার্ডেরই ২৪ নম্বর রাস্তায় মোড়ে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবাদে রবিবার সকাল থেকে এলাকায় মিছিল করেন সিপিএমের নেতা, কর্মীরা। বিষয়টি নিয়ে তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে শহরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টহল দিচ্ছে পুলিশ।


এদিকে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকা। বিজেপির অভিযোগ, পার্টি অফিসে তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল কর্মীরা। গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, দলীয় কর্মসূচিতে তাদের কর্মী, সমর্থকরা ব্যস্ত থাকায়, এলাকায় একটি ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Sandeshkhali Update:বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? আগ্নেয়াস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন