দীপক ঘোষ, কলকাতা: সপ্তম দফা (Seventh Phase) ভোটের (Loksabha Election 2024) আগে দু'দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তর কলকাতায় তাপস রায়ের (Tapas Roy) সমর্থনে রোড শো করতে পারেন তিনি। এই রোড শো হওয়ার কথা আগামী ২৯ মে। আগামী ২৮ ও ২৯ মে দু'দিন রাজ্যে প্রচার করবেন প্রধানমন্ত্রী।
রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কোথায় কোন কর্মসূচি?
আগামী ২৯ মে রাজ্যে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা করার কথা রয়েছে ২৮ মে। বিজেপি সূত্রে খবর, সপ্তম দফা ভোটের ২ দিন রাজ্যে এসে প্রচার করবেন মোদি। দলীয় সূত্রে খবর, ২৯ তারিখ রোড শো হতে পারে, উত্তর কলকাতাকে কেন্দ্র করে।
এর আগেও উত্তর কলকাতায় রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সেই সময় রোড শোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এরপর দীর্ঘদিন বিজেপি উত্তর কলকাতায় কোনও রোড শোয়ের আয়োজন করেনি। এবারই সম্ভবত সপ্তম দফা নির্বাচনের আগে উত্তর কলকাতায় রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিজেপি সূত্রে।
ভোটের বাংলায় দিকে দিকে ধুন্ধুমার
ভোটের আবহে বাংলার দিকে দিকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। একদিকে অগ্নিমিত্রা পাল ও মিঠুনের যৌথ রোড-শোয়ে যেমন হল বোতলবৃষ্টি, আর অন্যদিকে খাস কলকাতায় তুলকালাম হয়ে গেল তৃণমূল-বিজেপির মধ্যে।
মঙ্গলবার দুপুর নাগাদ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেলেঘাটায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এই এলাকা কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত। এখানে ২ বৃদ্ধের বাড়ি গিয়ে ভোট নেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এবার তাই নিয়েই কথা -কাটাকাটি, হাতাহাতি ও তারপর রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই হামলা চালিয়েছে। ভোটের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় কলকাতার প্রাণ কেন্দ্রে ঝরল রক্ত।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার শ্যামপুর, আহত এক শিশু সহ ৫..
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি প্রশ্ন তোলেন কারা বহিরাগত? তিনি প্রশ্ন তোলেন , তাহলে তো তৃণমূল কংগ্রেসের অনেকেই বহিরাগত। শত্রুঘ্ন সিনহা থেকে ইউসুফ পাঠান, সকলের নামই টেনে আনেন তিনি। বিজেপি সমর্থকদের দাবি, আমরা যদি বহিরাগত হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বহিরাগত। অন্যদিকে বিজেপি প্রার্থীকে দেখামাত্র গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল সমর্থকরা। সবমিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রের মতো হয়ে ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।