Lottery News: বিবাহবার্ষিকীর উপহার দিয়েছিল বর। উপহার বলতে নগদ টাকা। সেই টাকা দিয়েই একটি লটারি কিনে বসেন পায়েল। শেষমেশ লটারিই তাঁকে বিপুল ধনসম্পত্তি এনে দিল। পাঞ্জাবের বাসিন্দা পায়েল সম্প্রতি রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। নেপথ্যে তাঁর বিবাহবার্ষিকীর উপহার। লটারিতে বিজেতা হয়ে তাঁর হাতে এসেছেন এক মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৩২ লাখ ৭৭ হাজার টাকা।


দুবাইয়ের ডিউটি ফ্রি টিকিট


অনলাইনে ওই টিকিটটি কেটেছিলেন পায়েল। দুবাইয়ের ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনার সিরিজ ৪৬১-এর টিকিট কাটেন তিনি। সেই টিকিটের সিরিয়াল নম্বর ছিল ৩৩৩৭ ।  গত ৩ মে ওই টিকিটটি কেনেন তিনি।  ১৬ মে টিকিটটির ফল বেরোয়। তাতে দেখা যায়,  জয়ী হয়েছেন পায়েল। খলিজ টাইমসে প্রকাশিত রিপোর্টে তিনি জানান কেন ওই নির্দিষ্ট টিকিটই কিনেছিলেন পায়েল।


৩ কি তাঁর কাছে লাকি নম্বর ?


খলিজ টাইমস সংবাদমাধ্যমকে পায়েল বলেন, তিনি ওই টিকিটটি বেছে নেন কারণ ওতে সবচেয়ে বেশি ৩ ছিল। ৩ কি তাঁর কাছে লাকি নম্বর ? এই প্রসঙ্গে তিনি জানান, বরাবরই ৩ সংখ্যা রয়েছে এমন টিকিট কিনতেই বেশি পছন্দ করেন পায়েল। প্রতি বছর দুবাইয়ে গেলে একটি বা দুটি টিকিট কেনেন পায়েল। গত ১২ বছর ধরে এটা তাঁর রুটিন বলা যায়। সেই সময় নিজের দুই সন্তান ও স্বামীর নাম সেই তালিকায় থাকে। তবে এই বছর প্রথম এই ঘটনার ব্যতিক্রম হয়। কারণ এই বছর এয়ারপোর্ট থেকে ডিডিএফ-এর টিকিট না কেটে অনলাইনে টিকিট কাটেন পায়েল। আর সেই টিকিটই তাঁকে অপ্রত্যাশিতভাবে করে দিল কোটিপতি।


কত টাকার উপহার দিয়েছিলেন বর ?


বরের কাছ থেকে ১০০০ দিরহাম বিবাহবার্ষিকীর উপহার হিসেবে পেয়েছিলেন পায়েল। ভারতীয় মুদ্রায় যা ২২৬৮০ টাকা। এই টাকার থেকে খরচ করেই ডিডিএফ লটারি কেনেন পায়েল। 


কী করার ইচ্ছে ?


এই টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে পায়েল জানান, এখনও ঠিক করা হয়নি। তবে সন্তানের পড়াশোনাই তাঁর কাছে প্রথম বলে জানান তিনি। ১৬ বছর বিবাহিত পায়েল। দুই যমজ সন্তানের বয়স  ১৪ বছর। তাদের সেরা শিক্ষার ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন পায়েল।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Liquid Nitrogen Paan: ধোঁয়া পান ফুটো করে দিল একরত্তি মেয়ের পাকস্থলি, কেন ক্ষতিকর লিকুইড নাইট্রোজেন পান ?