কলকাতা: ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ। বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব বলে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা।                     



পুলিশকে হুঁশিয়ারি: ভোটের মুখে রাজ্য়ের একাধিক পুলিশ আধিকারিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচনের একেবারে শেষ পর্বে এসে ফের পুলিশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।  শুভেন্দু অধিকারী বলেন, " এরা পারে না এমন কোনও কাজ নেই। ভোগী পিসি আর তাঁর চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আই প্যাকের চোরগুলিকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্য়বস্থাপনাকে নষ্ট করেছে বাংলায়। এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। কত জন পঞ্চায়েতে, পুরসভায় ভোট দিতে পারেননি! সব হিসাব হবে, কয়েক মাসের মধ্যে বিজেপি আসছে। বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব। আর যদি অবসর নেন, অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব।'' পাল্টা কুণাল ঘোষ বলেন, যত এই কথাগুলো শুভেন্দু অধিকারী বা কোনও বিজেপি নেতা বলবেন, তত বোঝা যাবে জনগণের থেকে তাঁরা কতটা দূরে চলে গিয়েছেন। নাহলে এই ধাপে ধাপে পুলিশকে আক্রমণ, যাঁরা হুমকি দিচ্ছেন তাঁদের রাজনৈতিক অবসর হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে যাবে না।           


আগেও পুলিশকে হুঁশিয়ারি: চলতি মাসে কেশপুরের সভায় যাওয়ার সময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীকে কটূক্তি করারও। তারপর ওই দিন সভা থেকে ফেরার সময় সরিষাখোলায় নিজের কনভয় থেকে নেমে আসেন তিনি। এরপরই সরাসারি হুঁশিয়ারি দেন কেশপুরের OC-র উদ্দেশ্য়ে। হুঁশিয়ারি দেন কেশপুর থানার পুলিশ আধিকারিকদেরও। শুভেন্দু অধিকারী বলেন, "আমার মিটিঙে গেছে, ছেলেকে মেরেছে কোথায় তারা পালিয়ে গেছে না?  যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। বেতন কি ভাইপো দেয় আপনাদের না? ট্য়াক্সের টাকায় বেতন পান লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের অধীনে আছেন কী সাহস!''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: স্ট্রং রুমের নিরাপত্তায় বিশেষ নজর, শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী