কলকাতা: ১ জুন সপ্তম দফার ভোট। শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯টি আসনে লড়াই করছেন একগুচ্ছ হেভিওয়েট প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, সৃজন ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই তালিকায়।


আগামীকাল শেষ দফায় নির্বাচন: শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ১ হাজার ৯৫৮ টি। সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ৩৩ হাজার ২৯৩। সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ।


দমদমে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২। এর মধ্যে ৫৭২ টি বুথ স্পর্শকাতর। বারাসাত লোকসভা কেন্দ্রে ১ হাজার ৯৯১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০ টি। এবারের নির্বাচনে এরাজ্যের অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই বিধানসভা। এই লোকসভা কেন্দ্র স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো। বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৮২। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১ হাজার ৯৬ টি। জয়নগরে মোট ১ হাজার ৮৭৯ টি বুথ রয়েছে। এর মধ্যে ৬৮৬ টি বুথ স্পর্শকাতর। মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৯৮। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০ টি। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ড হারবারে ১ হাজার ৯৬১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৮ টি। সপ্তম দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের গুরুত্ব কম নয়। এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাঁকে হারাতে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের ওপর ভরসা রেখেছে সিপিএম।যাদবপুরে মোট বুথের সংখ্যা ২ হাজার ১২০। তার মধ্যে ৩২৩ টি বুথ স্পর্শকাতর। এরাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথ রয়েছে। ১১৭ টি বুথ স্পর্শকাতর। কলকাতা উত্তরে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৯ টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: রাজ্যে ৯ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে সপ্তম দফার নির্বাচন