কলকাতা: আজ লোকসভা ভোটের গণনা (Loksabha Election Result 2024)। তার আগে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল খুলেছে রাজভবন। পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার 'জন মঞ্চ' পোর্টাল চালু করা হল রাজভবনের তরফে। ইমেল এবং ফোনের মাধ্যমে জানানো যাবে অভিযোগ।


ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে পোর্টাল: ভোট মিটতেই জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির চুঁচুঁড়ায় বিজেপির এসসি মোর্চার নেতাকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই আবহে এবার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু করল রাজভবন। ইমেল করে সরাসরি অভিযোগ জানানো যাবে রাজ্যপালকে। রাজভবনে ফোন করেও অভিযোগ জানানো যাবে। 


ভোট মিটতেই দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। নদিয়ার কালীগঞ্জে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। গুলি করে কুপিয়ে খুন করা হয় বিজেপি কর্মীকে। মাথা কেটে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মৃতের নাম হাফিজুল শেখ। ঘটনার সময় বিজেপি কর্মী বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন। অভিযোগ তখনই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথায় কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। 


দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার গোসাবাতে ওঠে ভোট-সন্ত্রাসের অভিযোগ। অভিযোগ, হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় কেটে দেওয়া হয় জলের পাইপ। একই রকম ছবি হুগলির চুঁচুঁড়ায়। রবিবার রাতে হুগলির চুঁচুড়ায় তৃণমূল কর্মী অতনু দাসের বাড়িতে চড়াও হন বিজেপি নেতা, কর্মীরা। বিজেপির অভিযোগ, সন্ধেয় বিজেপির SC মোর্চার নেতা ও পেশায় শিক্ষক মানিক বর্মনকে রাস্তায় দাঁড় করিয়ে সপাটে চড় কষান ওই তৃণমূল কর্মী। রাতে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ-সহ নেতা, কর্মীরা ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান। দরজায় লাথি মারতে শুরু করেন বিজেপি কর্মীরা। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bhangar News: ভোট গণনার আগে ভাঙড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৫