রঞ্জিত হালদার, ভাঙড়: গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ (Bhangar News)। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত ৫। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য।


ভাঙড়ে বিস্ফোরণ: ভোট পর্ব থেকেই ভাঙড়ে অশান্তির ছবি। ভোট শেষ হলেও অন্যথা হয়নি। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্রে এবার বিস্ফোরণের ঘটনা। ভোট গণনার দিনেও শিরোনামে ভাঙড়। কলকাতা পুলিশের আওতাধীন এই এলাকা। কাশীপুর থানার চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত ৫। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। পুলিশ সূত্রের খবর, পানাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় পরে পাঁচজনকেই রেফার করা হয় কলকাতায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরি সরঞ্জাম।


২০২১ সালের বিধানসভা ভোটেও দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। গত পঞ্চায়েত ভোটে এই ভাঙড়েই রাজনৈতিক সংঘর্ষে ৭জন খুন হন। এর মধ্যে ভোট গণনার রাতেই ৩ জনের মৃত্যু হয়। এবারের ভোটের দিনও তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত ওঠে। চলে বোমাবাজি। আর লোকসভা নির্বাচনে পর্বে গতকাল ফের তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত হয় উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকা। ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ISF-এর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, রবিবার রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন তাদের কর্মীরা। অভিযোগ, সেইসময় ISF কর্মীরা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় বলে। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়।


পাল্টা ISF-এর দাবি, মাঝেরহাট এলাকা তাদের দখলে থাকায় বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল। ISF কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় এক ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে পোর্টাল খুলল রাজভবন