সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ পর্ব শেষ। আগামী ২০ মে, পঞ্চম দফার ভোট (Fifth Phase Election)। সেদিনই ভোট রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা কেন্দ্রে (Hooghly)। যেখানে এইবার তৃণমূলের (TMC) হয়ে লড়ছেন অভিনেত্রী ও 'দিদি নং ১' (Didi No. 1) সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ভোটের দিন পাঁচেক আগেই এবার তারকা প্রার্থীকে ঘিরে তৈরি হল বিতর্ক। 


২০ মে ভোট হুগলিতে, তার আগেই শুরু 'অডিশন বিতর্ক'!


২০ মে পঞ্চম দফায় ভোট হবে হুগলিতে। তার আগেই চুঁচুড়ায় নাকি সংঘটিত হল 'দিদি নম্বর ১'-এর অডিশন! আর সেখানেই ভোটারদের প্রভাবিত করে আচরণ বিধি ভাঙার অভিযোগ তুললেন তাঁর বিরোধী, বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। যদিও রচনার পাল্টা দাবি তাঁর নামে অপপ্রচার করা হচ্ছে।


ঠিক কী ঘটেছে? চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিওয়ে সকাল থেকে ভিড়। সেখানে সকাল থেকে পাড়ার মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করাচ্ছেন। কেন? রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 'দিদি নম্বর ১' নবমের সিজনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো সেখানে। 


বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। 'দিদি নম্বর ১'-এ সুযোগ করে দেওয়ার নাম করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমার কাছে কিছু ভিডিও এসেছে। সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে 'দিদি নম্বর ১'-এ সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। শ্যুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর 'দিদি নম্বর ১' দেখে ভোট দেওয়া হবে?'


আরও পড়ুন: 'Chandu Champion' Poster: ছিপছিপে ঘর্মাক্ত শরীর, খেলোয়াড়ের লুকে 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ান, প্রকাশ্যে পোস্টার


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তারকা তৃণমূল প্রার্থী। লকেটের অভিযোগের পাল্টা রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ''দিদি নম্বর ১' ৩৬৫ দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এর মধ্যে ভোট নিয়ে কোনও ব্যাপার নেই। ভোট এসে গেছে, এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই। সারাদিন প্রচার করে রাতে কাজ করছি। এখানে শ্যুটিং হচ্ছে। কোনও অডিশন হয়নি।'


দিল্লি এবার যাবে কার দখলে? জনতার রায় কী? সেসব জানা যাবে ৪ জুন। তবে তার আগে ভোটের আবহে রাজনৈতিক পারদ যে তুঙ্গে তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।