প্রকাশ সিনহা, মাথাভাঙা: মাথাভাঙায় সিআরপিএফ (CRPF) জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। মৃত জওয়ানের নাম নীলেশকুমার নীলু। নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 


সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু: ভোট শুরুর আগে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল। ৪২ বছরের CRPF জওয়ান নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানানো হয় বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।


ভোট শুরুর আগেই কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বুথের ১০০ মিটারের মধ্যে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা। এই নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপির পোলিং এজেন্ট। ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও দলীয় পতাকা তৃণমূলের তরফে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি সেক্টর অফিসারকে জানানো হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার। অন্যদিকে, ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম সমর্থক সন্তোষ রায়ের অভিযোগ, শাসকদলের অত্যাচারের প্রতিবাদে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গতকাল রাত ২টো নাগাদ বাড়িতে চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। মারধরের পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর। দুষ্কৃতীদের 
কাজ বলেব হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।


কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: 'ভোট দিলে আমাদের জন্য কী করবেন' ভোটারদের প্রশ্নে কী জানালেন CPM প্রার্থী?