বিটন চক্রবর্তী, তমলুক: ভোট প্রচারে হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আর সেখানে গিয়েই পেলেন বিয়ের প্রস্তাব। সম্বন্ধ আসায় কী প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর? এখনই সেই প্রস্তাব নাকচ করলেন দেবাংশু ভট্টাচার্য।                 


বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু: হলদিয়া বিধানসভা এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচি সারেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পুরসভার ১২নং ওয়ার্ডে দুর্গাচক স্টেডিয়ামের কাছে প্রচার কর্মসূচি সারছিলেন তিনি। তাঁকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন দলীয় নেতা কর্মীরা। সেই অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করেন এক মহিলা তৃণমূল কর্মী। দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান ওই কর্মী। মাইক হাতে তাঁর এই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে। তবে তিনি এখনই বিয়ে করছেন না বলে জানান তৃণমূল প্রার্থী। জিতে আগে কাজ করতে চান বলে জানান তিনি। পাশাপাশি আরও বলেন, এখনই সংসার জীবনে আবদ্ধ তিনি হতে চান না।


ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ভোট রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হলদিয়া বিধানসভার খঞ্জনচক,দুর্গাচক, রামনগর এলাকায় ছোট ছোট সভা করে প্রচার সারেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে হলদিয়া বিধানসভার রামপুর,চৈতন্যপুর, ভাগ্যবন্তপুর, পানা সহ একাধিক এলাকায় কখনও টোটোয় করে পাড়া বৈঠক করে প্রচার কাজ সারেন। হলদিয়ার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানান তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠান্ডা গাড়িতে ঘুরে বেড়ান রোদে তিনি নামেন না। যে লোকটা রোদে নামছেন না সে লোকটা ভোটে জেতার পর আপনাদের সঙ্গে থাকবে এটা বিশ্বাস করেন।'' পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের দুরাবস্থা নিয়েও এদিন দেবাংশু অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী এবং তাঁর সহযোগীরা হলদিয়া শিল্পাঞ্চলের শিল্পবান্ধব পরিবেশ নষ্ট করেছেন। ভোটে জিতে সংসদে গিয়ে হলদি নদীর নাব্যতা বাড়ানোর জন্য তিনি সংসদে সওয়াল করবেন বলে জানিয়েছেন।                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: SSC Scam: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন