বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (TMC MLA Jiban Krishna Saha) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআইয়ের আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, বড়ঞাতেও ঢুকতে পারবেন জীবনকৃষ্ণ।
জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর: সুপ্রিম কোর্টে এদিন জীবনকৃষ্ণ সাহার পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। শীর্ষ আদালতে শুনানিতে তিনি সওয়াল করেন, 'প্রসন্ন কুমার রায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও প্রদীপ সিংহ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তদন্ত শেষের পর চার্জশিট পেশ করার পরেও কেন জেলে?' পাল্টা তাঁর জামিনের বিরোধিতা করে সিবিআই সওয়াল করেন, 'জীবনকৃষ্ণ সাহা প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন।' শুনানি পর্বে সুপ্রিম কোর্ট সিবিআইকে প্রশ্ন করে, 'তদন্ত শেষ হয়ে গেছে, এখন তাঁকে জেলে রেখে কী পাবেন?' দুপক্ষের সওয়াল জবাব শুনে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
গ্রেফতারির প্রায় ১৩ মাস পরে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর। তবে জামিন মঞ্জুর করলেও বেশ কয়েকটি শর্তের কথাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না জীবনকৃষ্ণ সাহা। তদন্তে সহযোগিতা করতে হবে জীবনকৃষ্ণ সাহাকে। আগামীকাল জেল থেকে মুক্তির সম্ভাবনা বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। শীর্ষ আদালত জানিয়েছে, বড়ঞাতে যেতে পারবেন তৃণমূল বিধায়ক।
কীভাবে গ্রেফতার?
গতবছর ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। আর এই গ্রেফতারির পরতে পরতে ছিল নাটকীয় মোড়। ১৪ এপ্রিল থেকে তাঁর বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। আর বিকেল গড়াতেই গোয়েন্দাদের থেকে নিজের ২ মোবাইল ফোন ছিনিয়ে নেন তিনি। সেখানেই শেষ হয়, ওই দুই মোবাইল সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। এরপর শুরু মোবাইল উদ্ধারের কাজ। পুকুর ছেঁচার কাজ শুরু হয়। ফোন দুটি উদ্ধারের জন্য আরও ২টি পাম্প বসানো হয়। কিন্তু তাতেও মেলেনি ওই দুটি মোবাইল। বিধায়ককে নিয়ে ঘটনার পুননির্মাণ করেন তদন্তকারী আধিকারিকরা। তাতেই মেলে সাফল্য। উদ্ধার হয় একটি ফোন। গ্রেফতারির সময় পর্যন্ত তাঁর আরও একটি ফোনের হদিশ পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।