কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List)। ৪২ জনের এই তালিকায় রয়েছেন একাধিক তারকাও। যার মধ্যে অন্যতম মুখ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 


কীভাবে নির্বাচনী লড়াইয়ে?


হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কীভাবে ভোটের লড়াইয়ের ময়দানে এলেন তিনি? প্রশ্নের উত্তরে রচনা জানান, "কিছু কিছু জিনিস একটু গোপন থাকাই ভাল। এসেছি এটাই নতুন থাকুক না! দিদির সঙ্গে কথাবার্তা চলছিল। তিনি বলছিলেন, আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। কাজ করে, ঠিকঠাক সময় দিতে হয়। আমি যখন যা করেছি একশো শতাংশ দিয়ে করেছি। সবসময় এটা মনে থাকে যে, যেটা করব, যেটাতে মন দেব, একশো শতাংশ দেব। সেটাই ভাবছিলাম। দিদি যখন বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে। তারপর আর কোনও কথা নেই।''


কবে যোগ দিলেন তৃণমূলে? 


সক্রিয় রাজনীতিতে কোনওদিন দেখা যায়নি তাঁকে। তৃণমূলের সভা বা মিছিলেরও পরিচিত মুখ নয়। তৃণমূলে কবে যোগ দিলেন তিনি? এদিন হুগলির তৃণমূল প্রার্থী বলেন, "তৃণমূলে আজকে যোগ দিলাম আজকেই প্রার্থী হলাম (হেসে)। তৃণমূলের সমর্থক অনেকদিন ধরেই ছিলাম। এমন নয় যে অন্য কোনও দলের সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এল। হয়ত আমি রাজনীতি করিনি। দিদির সমর্থক বরাবরই ছিলাম। কারণ আমি নারীবাদী, নারীশক্তিতে বিশ্বাসী। যাঁর মুখ্যমন্ত্রী একজন নারী, তাঁর পাশে যদি রচনা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে আর কে থাকবে!''


বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তৎপরতা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ৪২ জনের তালিকার মধ্যে ২৬ জন নতুন মুখ। প্রথমবার ভোটে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আর এই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: প্রার্থীতালিকায় চমক তৃণমূলের, ২৬টি আসনেই নতুন মুখ