কলকাতা: নজরে লোকসভা নির্বাচন (Loksabaha Election 2024)। নির্ঘণ্ট ঘোষণা সময়ের অপেক্ষা। এরইমধ্যে ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। আর ৪২ আসনের মধ্যে ২৬টি আসনেই রয়েছে নতুন মুখ।
কোন কেন্দ্রে কে প্রার্থী?
- রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
- বালুরঘাট: তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র
- বহরমপুর: তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান
- বনগাঁ: তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস
- রানাঘাট: তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
- ব্যারাকপুর: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক
- বসিরহাট: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম
- যাদবপুর: তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
- হুগলি: তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়
- তমলুক: তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
- বাঁকুড়া: তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী
- বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
- বিষ্ণুপুর: বিজেপির সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল
- বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার
- মালদা উত্তর: তৃণমূল প্রার্থী সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়
একনজরে প্রার্থী তালিকা: টিকিট পেলেন না জয়ী তৃণমূলের ৫ সাংসদ। টিকিট পেলেন না অর্জুন সিংহ, মিমি, নুসরত, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া। টিকিট পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা ৪জন। ভোটে তৃণমূলের হয়ে প্রার্থী ১১জন বিধায়ক। তৃণমূলের এবারের প্রার্থীতালিকায় ৬ সংখ্যালঘু মুখ।
এদিন ব্রিগেডে সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক, জলপাইগুড়িতে প্রার্থী বিধায়ক নির্মলচন্দ্র রায়, দার্জিলিঙে তৃণমূল প্রার্থী গোপাল লামা, মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান, জঙ্গিপুরে প্রার্থী খলিলুর রহমান, মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়, বারাসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তর থেকে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক, ঘাটাল থেকে প্রার্থী দেব, ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, মেদিনীপুর জুন মালিয়া, পুরুলিয়ায় শান্তিরাম মাহাতো, আসানসোল থেকে প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC Lok Sabha Candidature: যাদবপুরে সেই তারকা প্রার্থীই, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ