সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের বদ্যি বাজার আগেই তিনি দল বদল করেছিলেন ফের। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ব্যারাকপুর (Barrackpore) কেন্দ্রের টিকিটও পেয়েছেন তিনি। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। হাড্ডাহাড্ডি লড়াই হবেই। তার আগে অবশ্য নিজের এলাকায় ভোটের প্রচারে কোনও ত্রুটি রাখছেন না অর্জুন সিংহ (Arjun Singh)। এবার ভোটের প্রচারে বেরিয়ে আশীর্বাদ নিতে শ্যামনগরে বর্ষীয়ান কংগ্রেস নেতার বাড়িতে গেলেন অর্জুন। এর আগে বাম নেতা তড়িৎ বরণ তোপদারের সঙ্গে দেখা করেছিলেন। এবার বর্ষীয়ান কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।


সোমবার বেলায় উত্তর ২৪ পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন। মিনিট ১৫ বিপুল বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্জুন সিং বলেন, ''ঘোষাল পরিবারের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। নির্বাচনে দাঁড়িয়েছি। তাই বিপুল দার সঙ্গে দেখা করতে এসেছি। তাঁর কথায়, রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে। তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে।'' অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন, ''অর্জুন সিং ভাইয়ের মতন। প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে। দাদা হিসেবে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি।''


উল্লেখ্য, ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংহ এবারও সেখানে জয় নিয়ে আত্মবিশ্বাসী। কমিশনকে অর্জুন জানিয়েছেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১১ লক্ষ ৪৩ হাজার ৬৪৭ টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ২২ লক্ষ ৯২ হাজার ২২০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা, ২০২১-’২২ অর্থবর্ষে ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৮০ টাকা।


টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, চুঁচুড়া, বহরমপুর, আমডাঙা, নৈহাটি-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের অপরাধ মামলার ফিরিস্তি দিয়েছেন অর্জুন। জানিয়েছেন, বেআইনি অস্ত্র রাখা, প্রতারণা, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েত, দাঙ্গা, হুমকি, ভয় দেখানো, অস্ত্রহাতে সমাবেশ, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সঙ্ঘবদ্ধ অপরাধ ঘটানো, চুরি, বিস্ফোরক মজুত, বিস্ফোরণ ঘটানো, শান্তিভঙ্গ, শ্লীলতাহানি, জালিয়াতি, নথি জাল করা, ধর্ম ও জাত নিয়ে বিদ্বেষ ছড়ানো, ট্রেন চলতে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় ৯৩টি অপরাধমূলক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। পার্থ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে দু'টি মামলা রয়েছে।