নয়াদিল্লি: সংঘর্ষবিরতির জন্য হামাস যে সব শর্ত দিয়েছিল, তা মানতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Israel PM On Ceasefire Agreement Talk)। অতএব, রবিবারের পর থেকে সংঘর্ষবিরতির আলোচনাও বিশ বাঁও জলে। বরং, গাজার দক্ষিণাংশের রাফা এলাকার বাসিন্দাদের নতুন করে বাড়ি-ঘরদোর খালি করার বার্তা দিতে শুরু করেছে আইডিএফ। ইজরায়েলের সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা, জঙ্গিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণ শানাবে তারা। 


বিশদ...
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট জানান, গাজায় সংঘর্ষবিরতি প্রত্যাখ্যান করেছে হামাস। ফলে পণবন্দিদের মুক্ত করতে রাফা-য় সামরিক অভিযান জরুরি, মনে করে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলির মতে, এই মুহূর্তে গাজার বাসিন্দাদের প্রায় এক-চতুর্থাংশ অর্থাৎ অন্তত ১৪ লক্ষ প্যালেস্তাইনি রাফায় রয়েছেন। সামরিক অভিযানের জন্য ওই এলাকা ছেড়ে তাঁদের গাজার আরও দক্ষিণাংশে চলে যেতে বার্তা পাঠাচ্ছে আইডিএফ। টেক্সট মেসেজ, ফোন, মাইক্রোফোনে আরবি ভাষায় ঘোষণা-- সব রকম ভাবেই এলাকা ছেড়ে চলে যেতে বার্তা দেওয়া হচ্ছে বাসিন্দাদের। কিন্তু ঘটনা হল, এই বাসিন্দাদের বড় অংশই গত কয়েক মাস যাবৎ তাড়া খেয়ে বেড়াচ্ছেন। সংঘর্ষবিধ্বস্ত গাজার অন্য অংশ থেকে পালাতে পালাতেই রাফা ও সংলগ্ন এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের ভরসা বলতে রাষ্ট্রপুঞ্জের দেওয়া ত্রাণশিবির এবং আন্তর্জাতিক সংগঠনের পাঠানো খাবার। শৌচাগার এবং স্বাস্থ্য় পরিষেবা তেমন ভাবে আর কিছু বাকি নেই। এর মধ্যে ফের এলাকা ছেড়ে দেওয়ার বার্তা শোনাল আইডিএফ। হামাসের এক শীর্ষস্থানীয় অধিকর্তার মতে, এমন পরিস্থিতিতে ইজরায়েল সামরিক অভিযান চালালে ভয়ঙ্কর পরিণতি হবে।


আর যা...
গত অক্টোবরে প্রথমে  হামাসের হামলা এবং ইজরায়েলের জবাবি হানার পর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি টালমাটাল। গাজার পরিস্থিতি নরকসম হয়ে ওঠায় বার বার ইজরায়েলের কাছে সংঘর্ষবিরতির আর্জি জানায় আন্তর্জাতিক মঞ্চগুলি। কিন্তু গত কাল, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু জানিয়ে দেন, হামাসের শর্ত মেনে সংঘর্ষবিরতি সম্ভব নয়। তিনি বলেন, 'আমরা এমন কোনও পরিস্থিতি মেনে নিতে পারব না যার ফলে হামাস ব্রিগেড ফের বাঙ্কার থেকে বেরিয়ে এসে, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সামরিক পরিকাঠামো তৈরির সুযোগ পাবে।' পাশাপাশি, ইজরায়েলে অল-জাজিরার দফতরও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়  নেতানইয়াহু প্রশাসন। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:ম্যাচের দিন প্রয়াত ইউটিউবার 'Angry Rantman' ওরফে অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা চেলসির