কলকাতা: শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের ৭৯ জন প্রার্থীর। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের আটটি আসনের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে হাজার কেন্দ্রীয় বাহিনী।


আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর, পুরুলিয়া জেলার পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল এবং ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে শুক্রবার। 


এই লোকসভা কেন্দ্রগুলিতে সেলিব্রেটি প্রার্থী রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঘাটলের দুই অভিনেতা প্রার্থী দেব ও হিরণ চট্টোপাধ্যায়, মেদিনীপুরের অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রীকে রূপান্তরিত হওয়া জুন মালিয়া এবং তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পাল।


এরা সহ মোট ৭৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া ও ঝাড়গ্রামে রয়েছে সর্বোচ্চ ১৩টি বুথ, পুরুলিয়ায় রয়েছে ১২টি, মেদিনীপুর, কাঁথি ও তমলুকে রয়েছে ১২টি করে বুথ। আর ঘাটাল ও বিষ্ণুপুরে রয়েছে সাতটি করে।


২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অন্যদিকে তৃণমূল জয়ী হয়েছিল বাকি তিনটি কেন্দ্র কাঁথি, তমলুক ও ঘাটালে। এবারের নির্বাচনে তৃণমূলের থেকে কাঁথি ও তমলুক আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য বদ্ধ পরিকর বিজেপি। কারণে সেই সময়ে তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী আজ বিজেপির বিরোধী দলনেতা। 


ষষ্ঠ দফার ভোটের জনে পশ্চিমবঙ্গে মোট ১০২০টি সিএপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেখানে ২০ মে-তে হওয়া পঞ্চম দফার ভোটে মোতায়েন করা হয়েছিল ৬৫০ টি কোম্পানি। এবার তার থেকে ৫৬ শতাংশ বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। কমিশন সূত্রে জানা গেছে ১০২০ কোম্পানির মধ্যে ৯১৯ কোম্পানি ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হবে। আর বাকি ১০১ কোম্পানিকে রাখা হয়ে কুইক অ্যাকশন টিম হিসেবে। খুব সামান্য অংশকে রাখা হবে রির্জাভে। সিএপিএফ জওয়ানদের সঙ্গে ভোটে সাহায্য করার জন্য রাখা হয়েছে রাজ্যের ২৯ হাজার ৪৬৮ জন পুলিশকর্মীকেও।


কমিশন সূত্রে জানানো হয়েছে, ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT মোতায়েন থাকছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর: ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২১৩ QRT। বাঁকুড়া: ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৭৩ QRT। ঝাড়গ্রাম: ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২৮ QRT। পূর্ব মেদিনীপুর: ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৩২ QRT ও পুরুলিয়া: ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৩২ QRT


তথ্যসূত্র-আইএএনএস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: কলকাতায় ১৪৪ ধারা? মোদির সফরের আগেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট যুদ্ধে সুকান্ত-কলকাতা পুলিশ