নন্দীগ্রাম: ভোটের তিনদিন আগে বুধবার রাত ২ টো নাগাদ তমলুক লোকসভা কেন্দ্রের (Loksabha Elections 2024) অন্তর্গত নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির এসসি মোর্চার অঞ্চল সম্পাদকের মাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীবাহিনীর বিরুদ্ধে। এই হামলার ঘটনায় গুরুতর জখম হন ওই বিজেপি নেতা সহ সাতজন। তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে (Nandigram)। বৃহস্পতি শুভেন্দু অধিকারী এলাকা ছাড়ার পরেই মৃতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল সেখানে গেলে তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।


বিক্ষোভকারীদের অভিযোগ, সন্ত্রাস করে এখানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। তাই তৃণমূলের কোনও প্রতিনিধি দলকে গ্রামের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই রাজীব বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিক সহ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তৃণমূলের গুণ্ডাবাহিনী গো ব্যাক বলতে চিৎকার করতে থাকেন।


একজন বিক্ষোভকারী বলেন, তৃণমূলের এখানে কোনও ভোট নেই। তাই সন্ত্রাস সৃষ্টি করে এই এলাকায় গণ্ডগোল করতে চাইছে তৃণমূলের লোকেরা। আমরা কোনও ভাবেই ওদের গ্রামে ঢুকতে দেব না। ওরা এলেই ফের গণ্ডগোলে উসকানি দেবে।


বিক্ষোভের মুখে পড়া রাজীব বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ওই এলাকায় গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দিতে গেছিলাম আমরা। কিন্তু, বিজেপির কর্মী-সমর্থকরা আমাদের গ্রামে প্রবেশ করতে দেয়নি। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করা ছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না আমাদের। আসলে গণ্ডগোল করে ওই এলাকায় ভোট লুট করার চেষ্টা করছে গেরুয়া শিবির। তাই আমাদের ওই পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলাম। কিন্তু, আমাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।


প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি নেতার মাকে খুন ও তাদের বাড়িতে হামলা চালানোর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। এই ঘটনার জেরে সোনাচূড়ার একাধিক দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও লাগিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে আন্দোলনকারী বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পদক্ষেপ নেওয়ার আর্জি