মুম্বই: ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন আমির খান এবং কিরণ রাও। তবে তারপর থেকে প্রায়ই কোনও না কোনও সময় দুজনকে একই ফ্রেমে দেখা গিয়েছে। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিরণ রাও এবং আমির খান। তারপর বিচ্ছেদ, কিন্তু সম্প্রতি কিরণ রাওয়ের (Aamir Khan-Kiran Rao) পরিচালনায় 'লাপাতা লেডিজ' ছবির প্রিমিয়ারে একত্রে দেখা গিয়েছিল দুজনকে, তারপর আবার দুজনে মিলে ভোট দিতেও গিয়েছিলেন তাঁরা। আর তাই নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের। কিরণ রাও সাক্ষাৎকারে জানান যে তিনি এবং আমির বাবা-মায়ের চাপের কারণেই বিয়ে করেছিলেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও (Aamir Khan-Kiran Rao) জানান, 'আমি সবসময় অনুভব করেছি যে বিয়ে নামক একটি প্রতিষ্ঠানের পুনর্বিবেচনা করার জন্য। বিয়ের আগে আমরা এক বছর লিভ ইন রিলেশনশিপে ছিলাম। আর বিয়েটা শুধুমাত্র বাবা-মায়ের চাপের কারণেই করেছি। যদিও সেই সময় আমরা জানতাম বিয়েটা একটা দারুণ প্রতিষ্ঠান। এর মধ্যে আপনাকে ব্যক্তি হিসেবে এবং যৌথ দম্পতি হিসেবেও কাজ করতে হবে।'
কিরণ রাও (Aamir Khan-Kiran Rao) জানান, 'বিবাহ নামক প্রতিষ্ঠানটি মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দমবন্ধ করে দিতে পারে। এস্থার পেরেল এই ঘটনার উপর একটি বই লিখেছেন যে, নিউক্লিয়ার ফ্যামিলিতে মহিলাদের উপর ঘর সামলানোর জন্য অনেক চাপ থাকে। পরিবারকে বেঁধে রাখা, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভাল সম্পর্ক রাখা ইত্যাদি।'
এর আগেও কিরণ রাও জানিয়েছিলেন যে তিনিই নাকি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়েছিলেন। সংবাদমাধ্যমে এর আগের একটি সাক্ষাৎকারে কিরণ বলেছিলেন যে, আমির এবং তিনি পরস্পরকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। ফলে বিচ্ছেদের পরও যে এই শ্রদ্ধা-ভালবাসা থাকবে তা নিয়ে সন্দেহ ছিল না তাঁদের। কিরণ বলেন যে তিনি স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল যে সম্পর্কে থাকার থেকে আলাদা থাকাটা খুবই প্রয়োজনীয়। বিচ্ছেদ নিয়ে জনমানসে যে প্রভাব তৈরি হয়, পাবলিক ফিগার হিসেবে সব কিছুই যেহেতু মানুষের চোখের সামনেই ঘটে, ফলে যতই নিজেদের কথা বলা হোক না কেন, মানুষ তাঁদের মত করে ভেবে নেবে এবং সময়ে সময়ে সেই সংবেদনশীল ঘটনাগুলি তুলে আনবে।
আরও পড়ুন: Aditi Rao Hydari: রোগা হতে ১০দিন সময় চেয়েছিলেন অদিতি, বাধা দেন সঞ্জয় লীলা ভংসালীই