কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Elections 2024) বর্ধমান-দুর্গাপুর আসন থেকে হারের পর বৃহস্পতিবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০১৯ সালের নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হওয়ার পরেও কেন তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে পাঠানো হয়েছে তা নিয়ে তুলেছিলেন একরাশ প্রশ্ন। আসন বদলের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও অভিযোগ করেছিলেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, "অগ্নিমিত্রা পালও তাঁর কাছে এসে আসন বদল করা নিয়ে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। আসানসোলের বিধায়িকা হওয়া সত্ত্বেও কেন তাঁকে মেদিনীপুরে দিলীপ ঘোষের জেতা আসনে লড়াই করতে পাঠানো হল আর দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে। তার পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা জানতে চেয়েছেন।" শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গেলেও তিনি এই ধরনের কোনও কথা বলেননি বলে দাবি করলেন অগ্নিমিত্রা পাল।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি সম্পূর্ণ উড়িয়ে তিনি বলেন, "দিলীপ ঘোষের কাছে গেছিলাম, কিন্তু আমি একথা বলিনি। অমিত শাহ ও জে পি নাড্ডা যখন আমাকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন, তখন আমার কিছু বলার নেই। কেন দিলীপ ঘোষ বলছেন, আমি শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট ? এটা সম্পূর্ণ ভুল কথা, কেন্দ্রীয় নেতারা আমাকে ফোন করে দাঁড়াতে বলেছিলেন। এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে আমি পেয়েছি ৬ লক্ষ ৭৫ হাজার ভোট। গতবার ২০১৯ সালে তিন বছর খড়গপুরের বিধায়ক থাকার পরেও দিলীপ ঘোষ পেয়েছিলেন ৬ লক্ষ ৮৫ হাজার ভোট। দিলীপ ঘোষ ও আমার মধ্যে ১০ হাজার ভোটের পার্থক্ রয়েছে। তাই আমি এটা বলতে পারব না যে দিলীপ ঘোষ থাকলে ওখানে জিততেন, আমি হারলাম। এটা বলা উচিত নয়।'
তবে নিজের হারের পিছনেও অন্য কোনও রাজনীতি রয়েছে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বলেন, "কিছু বিষয় রয়েছে তবে সেটা দলের ভিতরেই আলোচনা করব। কেন জেতা আসনেও হারতে হল তা নিয়ে আমার যেগুলো ত্রুটি মনে হয়েছে তা নিয়ে আলোচনা করে সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।"
লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তাঁর হার হয়েছে কিনা প্রশ্ন করলে অগ্নিমিত্রা বলেন, "হারের পিছনে অনেক কারণ রয়েছে, আমরা একথা বলতে পারি না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই হেরেছি। আমরা হারে কারণ নিয়ে পর্যালোচনা করব। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারিনি। আমাদের তরফ থেকে দিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হবে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Birbhum News: বিজেপি নেতার বাবা ও ভাইকে মারধরের ঘটনায় ৮ জন তৃণমূল কর্মীর ১৪ দিনের জেল হেফাজত